

ইন্ডিগো বিমান সংস্থার মহাবিপর্যয়ের পর এবার সংস্থার সিইও পিটার এলবার্সকে (Pieter Elbers) শো-কজ নোটিশ পাঠালো দ্য ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)। গত কয়েকদিনে হাজারের বেশি উড়ান বাতিলের কারণ জানতে চেয়ে শনিবার তাঁকে শো কজ করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে শো-কজের উত্তর দিতে হবে এবং কেন তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না তা জানাতে বলা হয়েছে।
ডিজিসিএ-র বক্তব্য অনুসারে, ইন্ডিগো সংস্থা এয়ারক্রাফট বিধি ১৯৩৭-এর বিধি ৪২এ মেনে চলতে ব্যর্থ হয়েছে। মূলত বিমান কর্মীদের কাজ এবং যাত্রীদের সুরক্ষা নিয়ে এই বিধি।
ডিজিসিএ-র নোটিশে বলা হয়েছে, সিইও হিসেবে আপনি বিমান সংস্থার কার্যকর ব্যবস্থাপনার দায়িত্বে থাকলেও নির্ভরযোগ্যভাবে কার্যক্রম পরিচালনা এবং যাত্রীদের জন্য প্রয়োজনীয় সুযোগসুবিধা নিশ্চিত করতে আপনি ব্যর্থ হয়েছেন।
রবিবার ইন্ডিগো বিপর্যয়ের ষষ্ঠ দিনেও এখনও বিমান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। ইন্ডিগোর পক্ষ থেকে যদিও জানানো হয়েছে শুক্রবারের তুলনায় শনিবার কম উড়ান বাতিল হয়েছে। রবিবার এখনও পর্যন্ত পাওয়া খবরে অমৃতসর, হায়দ্রাবাদ, ত্রিচি, চেন্নাই, দিল্লি, মুম্বাই থেকে ১০০-র বেশি উড়ান বাতিল হয়েছে। এছাড়াও দেশের অন্যান্য বিমানবন্দর থেকেও ইন্ডিগোর বেশ কিছু উড়ান বাতিল হয়েছে বলে জানা গেছে। এখনও পর্যন্ত মোট বাতিল উড়ানের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার বাতিল হয়েছিল ১০০০-এর বেশি বিমান উড়ান। সেখানে শনিবার বাতিল করা হয়েছে ৮৫০ উড়ান। দিল্লি, মুম্বাই, গুয়াহাটি, হায়দ্রাবাদ বিমানবন্দরে বহু মানুষ এখনও অপেক্ষা করছেন বলে জানা গেছে।
রবিবার ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে এদিন দেশের বিভিন্ন প্রান্তের ১৩৫ থেকে ১৩৮টি গন্তব্যে ১৫০০ উড়ান চালানো হবে এবং দ্রুত এই বিপর্যয় সামলে নেওয়া হবে। ইন্ডিগো জানিয়েছে প্রায় ৯৫% ক্ষেত্রে বিমান উড়ান স্বাভাবিক করা সম্ভব হয়েছে। এদিনও যাত্রীদের অসুবিধার জন্য তাঁদের কাছে ক্ষমা চেয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ।
অন্যদিকে গতকালই কেন্দ্রের পক্ষ থেকে ইন্ডিগো ও অন্যান্য বিমান সংস্থাকে অতিরিক্ত ভাড়া কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইন্ডিগোর বিমান উড়ান বিপর্যয়ের পর অভ্যন্তরীণ ক্ষেত্রে বিমানভাড়া আকাশ ছুঁয়েছিল। এছাড়াও আগামী দু’দিনের মধ্যে ইন্ডিগোকে উড়ান পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে ৫০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের ক্ষেত্রে ভাড়া হতে হবে ৭,৫০০ টাকার ভেতরে। ৫০০ থেকে ১০০০ কিলোমিটারের ক্ষেত্রে ১২ হাজার টাকা, ১০০০ থেকে ১৫০০ কিলোমিটারের ক্ষেত্রে ১৫ হাজার টাকা এবং ১৫০০ কিলোমিটারের ঊর্ধ্বে সর্বাধিক ভাড়া ১৮ হাজার টাকা হতে পারে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন