'যোগীজি আমার পুরো কথাই শোনেননি' - ব্যোমিকা সিং-এর জাতপাত সংক্রান্ত মন্তব্যের ব্যাখায় এসপি সাংসদ

People's Reporter: রামগোপাল যাদব বলেন, আমি অবাক হচ্ছি যে, মুখ্যমন্ত্রীর নাকের ডগায় সংখ্যালঘু, দলিত ও অনগ্রসর শ্রেণীর উপর অত্যাচার চালানো হচ্ছে, তিনি আমার পুরো বক্তব্যটি না শুনেই মন্তব্য করছেন।
রামগোপাল যাদব
রামগোপাল যাদবছবি - সংগৃহীত
Published on

সমাজবাদী পার্টির প্রবীণ নেতা এবং রাজ্যসভার সাংসদ রামগোপাল যাদবের বিরুদ্ধে উইং কম্যান্ডার ব্যোমিকা সিং-র বিরুদ্ধে জাতি পরিচয় নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই নিয়ে পাল্টা যোগীর বিরুদ্ধে সুর চড়ালেন রামগোপাল যাদব।

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত 'অপারেশন সিঁদুর' অভিযান চালিয়ে প্রত্যাঘাত করে। পাক-অধিকৃত কাশ্মীর (POK)-এ সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালায় ভারত। এই অভিযানের পরে সেনাবাহিনীর দুই উচ্চপদস্থ কর্মকর্তা—উইং কমান্ডার ব্যোমিকা সিং, কর্নেল সোফিয়া কুরেশি এবং বিদেশ সচিব বিক্রম মিস্রি এক যৌথ সাংবাদিক সম্মেলনে তথ্য উপস্থাপন করেন।

সম্প্রতি মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ কর্নেল সোফিয়া কুরেশির ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর মন্তব্য ছড়িয়ে পড়ার পর নানা মহল থেকে নিন্দার ঝড় ওঠে। এমনকি সুপ্রিম কোর্টেও তিনি ভর্ৎসনার মুখে পড়েন। মামলা দায়ের হয় তাঁর বিরুদ্ধে।

সেই ঘটনার প্রতিক্রিয়ায় সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব বলেছিলেন, "একজন মন্ত্রী কর্নেল কুরেশিকে গালিগালাজ করেছেন। হাইকোর্ট তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে। কিন্তু তিনি জানতেন না ব্যোমিকা সিং-কে এবং এয়ার মার্শাল এ কে ভারতী সম্পর্কেও জানতেন না। নয়তো তাঁদেরকেও কটূক্তি করতেন। ব্যোমিকা সিং হরিয়ানার একজন জাটভ এবং এয়ার মার্শাল ভারতী পূর্ণিয়ার একজন যাদব। তাই তিনজনই পিডিএ (পিচ্চা, দলিত, অল্পসংখ্যক বা পিছিয়ে পড়া, দলিত এবং সংখ্যালঘু) থেকে এসেছিলেন। একজনকে মুসলিম বলে গালিগালাজ করা হয়েছিল। অন্যজনকে রাজপুত ভেবে রেহাই দেওয়া হয়েছিল।"

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৃহস্পতিবার রামগোপাল যাদবের বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, “ভারতীয় সেনাবাহিনীকে পোশাক, জাত, ধর্ম বা সম্প্রদায়ের ভিত্তিতে বিচার করা যায় না। এটি রাষ্ট্রের ধর্ম, ব্যক্তিগত পরিচয় নয়। রামগোপাল যাদবের বক্তব্য দেশের সশস্ত্র বাহিনীর প্রতি চরম অসম্মান।”

এক্স মাধ্যমে যোগী আদিত্যনাথকে পাল্টা কটাক্ষ করেছেন ওই সাংসদ। তিনি জানান, "আমি অবাক হচ্ছি যে, মুখ্যমন্ত্রী (যোগী আদিত্যনাথ) যাঁর নাকের ডগায় সংখ্যালঘু, দলিত এবং অনগ্রসর শ্রেণীর উপর অকল্পনীয় অত্যাচার চালানো হচ্ছে, তিনি আমার পুরো বক্তব্যটি না শুনেই মন্তব্য করছেন। ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডি দখল করে নেওয়া মিডিয়া চ্যানেলগুলির বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই কারণ শাসক দল ছাড়া আর কেউ তাদের বিশ্বাস করে না।"

সমাজবাদী পার্টি সূত্রে খবর, রামগোপাল যাদবের মন্তব্যে ভুল কিছু দেখছেন না দলের অন্যান্য নেতারা। দলীয় নেতাদের মতে, “তিনি কেবল তুলে ধরেছেন কীভাবে ধর্ম ও বর্ণের নিরিখে মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি এখনও পক্ষপাতদুষ্ট। সেনাবাহিনী সেই ব্যতিক্রম হলেও, সমাজ এখনও পুরোপুরি মুক্ত নয়।”

রামগোপাল যাদব
Vijay Shah: কর্নেল কুরেশীর প্রতি অপমানজনক মন্তব্যের পরেও BJP চুপ, এটাই কি দেশপ্রেম? প্রশ্ন কংগ্রেসের
রামগোপাল যাদব
DA Case: সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ২৫% দেওয়ার নির্দেশ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in