
চার সপ্তাহের মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। শুক্রবার ডিএ সংক্রান্ত মামলায় এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী অগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে।
শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি হয়। আদালত প্রথমে বকেয়া ডিএ-র ৫০ শতাংশ মিটিয়ে দেওয়ার কথা বলছিল। বিচারপতি করোলের মন্তব্য, 'এই মামলায় ট্রাইবুনাল কোর্ট, হাই কোর্টের ডিভিশন বেঞ্চ, সব জায়গায় রায় আমরা খতিয়ে দেখেছি। সব জায়গায় ডিএ-র পক্ষে রায় দেওয়া হয়েছে।'
রাজ্যের পক্ষে আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, 'রাজ্যের পক্ষে বকেয়া ডিএ-র ৫০ শতাংশ দেওয়া সম্ভব নয়। রাজ্য চালানো যাবে না।' পরে বিচারপতি জানান, ৫০ শতাংশ না হলেও বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতে হবে। এবং এই নির্দেশ আগামী ৪ সপ্তাহের মধ্যে পালন করতে হবে।
পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বর্তমানে ১৮ শতাংশ হারে ডিএ পান। অন্যদিকে কেন্দ্রীয় কর্মীরা ৫৫ শতাংশ হারে ডিএ পান। অর্থাৎ, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এ রাজ্যের কর্মীদের মহার্ঘভাতার ফারাক এখন ৩৭ শতাংশ।
সুপ্রিম কোর্টের এই নির্দেশে খুশির হাওয়া সরকারিক কর্মীদের মধ্যে। সরকারিক কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের এক সদস্য বলেন, 'রাজ্য সরকার আমাদের বলেছিল ঘেউ ঘেউ করবেন না, যখন সময় হবে দেব। নয়তো দেব না। আমরা আগেও বলেছি, এখনও বলছি ডিএ সরকারি কর্মীদের অধিকার। এটা কোনও দয়ার দান নয়। সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই। পরেও হলেও মহামান্য বিচারপতিরা বুঝেছেন বলেই এই রায় দিয়েছেন।'
সংগ্রামী যৌথমঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, "আমরা আনন্দিত না হলেও দুঃখিত নই। আপাতত একটা স্বস্তি পাওয়া গেছে এই রায়ে। জয়ের জন্য যে লড়াই আমাদের, তার একটা দিশা দেখতে পাওয়া গেল।"
কেন্দ্রীয় হারে এবং বকেয়া ডিএ-র দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। সেই মামলায় ২০২২ সালে হাইকোর্ট কেন্দ্রের সমান হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।
ওই বছরের ২৮ নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথম বার সুপ্রিম কোর্টে উঠেছিল। আড়াই বছর পর আপাতত বকেয়া ডিএ-র ২৫ শতাংশ রাজ্য সরকারকে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন