Dr Manmohan Singh: মনমোহন সিং-র প্রয়াণে শোকবার্তা বিশ্ব নেতাদের

People's Reporter: রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিশ আলিপোভ শোকজ্ঞাপন করে লেখেন, এটা ভারত ও রাশিয়ার জন্য মর্মান্তিক দুঃখ ও শোকের মুহূর্ত।
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংছবি - সংগৃহীত
Published on

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-র মৃত্যুতে কেবল জাতীয় স্তরেই নয়, বিশ্ব রাজনীতিতেও শোকের ছায়া নেমে এসেছে। মার্কিন রাষ্ট্র সচিন অ্যান্টনি ব্লিঙ্কেন থেকে মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি শোকজ্ঞাপন করেছেন।

বৃহস্পতিবার রাত ৯.৫১ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২। তাঁর প্রয়াণে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র। বৃহস্পতিবার অর্থাৎ ২৬ ডিসেম্বর থেকে বুধবার ১ জানুয়ারি পর্যন্ত দেশে ‘রাষ্ট্রীয় শোক’ চলবে। এই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে বিশ্ব রাজনীতির হেভিওয়েট নেতারা শোকজ্ঞাপন করেছেন।

ভারতে থাকা রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিশ আলিপোভ শোকজ্ঞাপন করে লেখেন, 'এটা ভারত ও রাশিয়ার জন্য মর্মান্তিক দুঃখ ও শোকের মুহূর্ত। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ডঃ মনমোহন সিং-এর অবদান অপরিসীম। একজন অর্থনীতিবিদ হিসেবে তাঁর দক্ষতা এবং ভারতের অগ্রগতির প্রতি তাঁর প্রতিশ্রুতি প্রশ্নাতীত'।

আফগানিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি লেখেন, ভারত তার সবচেয়ে কৃতি সন্তানদের একজনকে হারালো। মনমোহন সিং আফগানিস্তানের জনগণের বন্ধু ছিলেন। আমি তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তাঁর পরিবার এবং ভারতের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাই"।

মার্কিন রাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন জানান, 'গত দুই দশকে আমাদের দেশগুলো একসঙ্গে যা অর্জন করেছে তার অনেক কিছুর ভিত্তি স্থাপন করেছেন মনমোহন সিং। তাঁর অর্থনৈতিক সংস্কার ভারতের দ্রুত বৃদ্ধিকে উৎসাহিত করেছিল'।

মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ নাশিদ লেখেন, 'আমি তাঁর সাথে কাজ করতে পেরে আনন্দিত। সবসময়ই তাঁকে পিতার মতো সম্মান করেছি। তিনি মালদ্বীপের একজন ভালো বন্ধু ছিলেন'।

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার, নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল, শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষেও মনমোহনের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন।

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং
Dr. Manmohan Singh: ভারতের এত দারিদ্র্য দেখেই অর্থনীতির দিকে ঝুঁকেছিলেন - মনমোহন সিং-এর অজানা কাহিনি
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং
Dr. Manmohan Singh: প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোক, মনমোহনের বাড়িতে মোদী-শাহ
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং
পপকর্নেও জিএসটি! নেটদুনিয়ায় সীতারমণকে নিয়ে কটাক্ষের বন্যা, অবশেষে ব্যাখ্যা অর্থ মন্ত্রকের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in