Dr. Manmohan Singh: প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোক, মনমোহনের বাড়িতে মোদী-শাহ

People's Reporter: শনিবার সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর। দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন সহ দলের সমস্ত কর্মসূচি আগামী সাত দিনের জন্য বাতিল ঘোষণা করেছে কংগ্রেস।
মনমোহন সিংহের বাড়িতে নরেন্দ্র মোদী (ডানদিকে)
মনমোহন সিংহের বাড়িতে নরেন্দ্র মোদী (ডানদিকে)ছবি সংগৃহীত
Published on

প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের প্রয়াণে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল কেন্দ্র। বৃহস্পতিবার অর্থাৎ ২৬ ডিসেম্বর থেকে বুধবার ১ জানুয়ারি পর্যন্ত দেশে ‘রাষ্ট্রীয় শোক’ চলবে। এই মর্মে বৃহস্পতিবার দেশের সকল মুখ্যসচিব এবং অন্য উচ্চপদস্থ আমলাদের চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব জি পার্থসারথি। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে এই রাষ্ট্রীয় শোক বলে চিঠিতে জানানো হয়েছে। এই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।

শুক্রবারের জন্য নির্ধারিত সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করা হয়েছে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে পৌঁছেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য নেতারা। মনমোহন সিংয়ের স্ত্রী গুরশরণ কৌরের সাথে দেখা করেছেন মোদী।

কংগ্রেস সূত্রে খবর, শনিবার সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর। দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন সহ দলের সমস্ত কর্মসূচি আগামী সাত দিনের জন্য বাতিল ঘোষণা করেছে কংগ্রেস। দলীয় পতাকাও অর্ধনমিত রাখা হবে। কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল এক্স-এ জানান, “প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংজির প্রতি শ্রদ্ধা জানাতে, কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন সহ দলের সকল অফিসিয়াল কর্মসূচি, আগামী সাত দিনের জন্য বাতিল করল। এর মধ্যে সমস্ত আন্দোলনমূলক এবং প্রচারমূলক কর্মসূচিও রয়েছে। আগামী ৩ জানুয়ারি থেকে পুনরায় সব শুরু হবে। এই শোকের সময়কালে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে।“

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা ১০ বছরের প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বৃহস্পতিবারই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। রাত ৮টা নাগাদ জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে রাত ৯.৫১ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র।

মনমোহন সিংহের বাড়িতে নরেন্দ্র মোদী (ডানদিকে)
Sonu Sood: মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়েছিলেন সোনু সুদ! নেপথ্যে কারণ কী?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in