
করোনা অতিমারির সময় গরীবের ত্রাতা হয়ে উঠেছিলেন অভিনেতা সোনু সুদ। লকডাউনে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে বিশেষ ভূমিকা ছিল তাঁর। এমনকি একাধিক সাধারণ মানুষও যে কোনও সমস্যাতেই পাশে পেয়েছেন তাঁকে। রাজনীতি না করেও মানুষের পাশে থাকা যায়, সেটা প্রমাণ করেছেন সোনু। প্রকাশ্যে রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাবও পেয়েছেন তিনি। এমনকি মুখ্যমন্ত্রী পদের প্রস্তাবও পেয়েছেন অভিনেতা। কিন্তু সেই সমস্ত প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই নিয়ে মুখ খুললেন অভিনেতা।
সোনু সুদ বলেন, “আমাকে মুখ্যমন্ত্রী পদের প্রস্তাবও দেওয়া হয়েছিল। আমি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম। তখন আমাকে উপমুখ্যমন্ত্রী হতে বলা হয়। দেশের অন্যতম প্রভাবশালীরা চেষ্টা করেছিলেন।'' তাঁরা বলেছিলেন, ''তোমাকে নির্বাচনে লড়তে হবে না। শুধু রাজনীতিতে যোগ দাও আর আমাদের সঙ্গে থাকো।”
অভিনেতা অবশ্য সেই সমস্ত প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। অভিনেতার কথায় নিজের স্বাধীনতা হারাতে চান না তিনি। সোনু জানান, “মানুষ দুটি কারণে রাজনীতিতে যোগ দেয়। এক, অর্থ উপার্জন করতে এবং দুই ক্ষমতার জন্য। আমি কোনটিতেই আগ্রহী নই। কাউকে আমার কোনও উত্তর দেওয়ারও নেই। রাজনীতিতে থাকলে অনেক দায় থাকে। সেটা আমি ভয় পাই। মানুষের সাহায্য করার জন্য আমার মুক্ত বাতাসের প্রয়োজন। আমি রাজনীতির বাঁধনকে ভয় পাই।”
অভিনেতা জানিয়েছেন, “এখন আমি রাজনীতির জন্য তৈরি নয়। হয়ত আগামী কয়েক বছরেও হব না। বর্তমানে আমি একজন অভিনেতা-পরিচালক হিসেবে আরও কাজ করতে চাই। আমি রাজনীতির বিরুদ্ধে নই। আমি রাজনীতিকে সম্মান করি। আমার অনেক বন্ধু আছে, যারা ভালো কাজ করছে”।
উল্লেখ্য, ২০২২ সালে সোনু সুদের বোন মালভিকা সুদ কংগ্রেসে যোগ দেন। পাঞ্জাবের মোগা আসন থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে আপ প্রার্থী আমনদীপ কউরের কাছে পরাজিত হন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন