দিওয়ালি বোনাস না মেলায় টোলপ্লাজার সব গেট খুলে দিলেন কর্মীরা! ঘণ্টাখানেকে কয়েক লক্ষ টাকার ক্ষতি

People's Reporter: সোমবার কর্মীদের ক্ষোভ আরও বড় আকার ধারণ করে। সমস্ত টোল গেট খুলে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। যার জেরে ঘণ্টাখানেকের মধ্যে কয়েক হাজার গাড়ি টোল না দিয়েই বেরিয়ে যায় সেখান থেকে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি ছবি - সংগৃহীত
Published on

দিওয়ালি বোনাস না মেলায় অভিনব প্রতিবাদ উত্তরপ্রদেশের ফতেহাবাদে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের টোলপ্লাজার কর্মীদের। ক্ষুব্ধ কর্মীরা সোমবার সকালে খুলে দিল সমস্ত টোলগেট। ফলে সমস্ত গাড়ি বিনা বাধায় টোল প্লাজা অতিক্রম করে চলে যায়। এর জেরে স্বাভাবিক যান চলাচল পরিস্থিতির ব্যাঘাত ঘটে। অবশেষে পুলিশ গিয়ে গোটা পরিস্থিতির সামাল দেয়।

 ফতেহাবাদ টোল প্লাজাটি শ্রীর সাইন অ্যান্ড দাতার নামের বেসরকারি টোল পরিচালনাকারী সংস্থার দায়িত্বে রয়েছে। এই সংস্থার ২১ জন কর্মীর অভিযোগ, তাঁরা দিওয়ালির বোনাস হিসেবে মাত্র ১,১০০ টাকা পেয়েছেন। আবার অনেকের অভিযোগ তাঁরা কোনও বোনাসই পাননি। এরপর থেকেই এই টানাপোড়েনের সৃষ্টি হয়। উল্লেখ্য, গত মার্চ মাসে কোম্পানিটি টোলের ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করে।

সোমবার কর্মীদের ক্ষোভ আরও বড় আকার ধারণ করে। এদিন সকাল থেকে কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন টোলের কর্মীরা। যদিও সংস্থাটি অন্যান্য টোল প্লাজা থেকে কয়েকজন কর্মীদের এনে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তাতেও খুব সুবিধা হয় না। অন্যদেরও কাজ করতে বাধা দেন ওই ২১ কর্মী। সমস্ত টোল গেট খুলে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। যার জেরে ঘণ্টাখানেকের মধ্যে কয়েক হাজার গাড়ি টোল না দিয়েই বেরিয়ে যায় সেখান থেকে। ক্ষতি হয় কয়েক লক্ষ টাকার।

ক্রমে পরিস্থিতি জটিল হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করতে হস্তক্ষেপ করে। পুলিশ ও প্রশাসনের মধ্যস্থতায় শেষপর্যন্ত সংস্থার উচ্চপদস্থ আধিকারিকেরা কর্মীদের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনার পর সংস্থা কর্মীদের ১০ শতাংশ বেতন বৃদ্ধি করার আশ্বাস দেয়। এই প্রতিশ্রুতির পর কর্মীরা কাজে ফিরে যান। জানা গেছে, এদিন প্রায় দু'ঘন্টা এই অচলাবস্থা ছিল।

যদিও সংস্থার পক্ষে জানানো হয়, মার্চ মাসে দায়িত্ব নেওয়ার পর এখনই সম্পূর্ণ দিওয়ালি বোনাস দেওয়া সম্ভব নয়। তবে ভবিষ্যতে কর্মীদের দাবি বিবেচনা করা হবে বলেও জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।

প্রতীকী ছবি
ভোটের বিহারে মুসলিমদের 'নমক হারাম' আক্রমণ গিরিরাজ সিংয়ের! বিব্রত এনডিএ, ক্ষোভ বিরোধীদের
প্রতীকী ছবি
অ-হিন্দু ছেলের সাথে পালিয়ে যাওয়া অবাধ্য মেয়ের পা ভেঙে দিন - হিন্দু অভিভাবকদের নিদান প্রজ্ঞা ঠাকুরের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in