অ-হিন্দু ছেলের সাথে পালিয়ে যাওয়া অবাধ্য মেয়ের পা ভেঙে দিন - হিন্দু অভিভাবকদের নিদান প্রজ্ঞা ঠাকুরের

People's Reporter: বিজেপির প্রাক্তন সাংসদের কথায়, যে সমস্ত মেয়েরা হিন্দু মূল্যবোধ মানে না, বাবা-মার কথা শোনে না, তাদের এভাবেই শাস্তি দেওয়া উচিত।
প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর
প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরফাইল ছবি সংগৃহীত
Published on

ফের বিতর্কিত মন্তব্য করলেন ভোপালের প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। কোনও হিন্দু বাড়ির মেয়ে যদি অ-হিন্দু ছেলের বাড়িতে যাওয়ার চেষ্টা করে তাহলে বাবা-মা যেন মেয়ের পা ভেঙে দেন। হিন্দু অভিভাবকদের এমনই নিদান দিলেন তিনি।

প্রাক্তন সাংসদের কথায়, যে সমস্ত মেয়েরা হিন্দু মূল্যবোধ মানে না, বাবা-মার কথা শোনে না, তাদের এভাবেই শাস্তি দেওয়া উচিত।

রবিবার ভোপালের একটি ধর্মীয় অনুষ্ঠানে প্রজ্ঞা সিং ঠাকুর বলেন, "যদি আমাদের মেয়ে কোনও অ-হিন্দু পুরুষের কাছে যাতায়াত শুরু করে, বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে তার পা ভেঙে দিতে দু'বার ভাববে না। কারণ যে মেয়ে আমাদের মূল্যবোধ মানে না, বাবা-মার কথা শোনে না, তাকে অবশ্যই শাস্তি দিতে হবে।"

তিনি বলেন, "যদি আপনি আপনার সন্তানের ভালো চান, তাহলে তাদের অবশ্যই মারুন, শারীরিক ভাবে আঘাত করুন, পিছপা হবেন না। বাবা-মা সন্তানদের শাস্তি দেন তাদের ভালো ভবিষ্যতের জন্য, তাদের টুকরো টুকরো করার জন্য নয়। যখন কন্যা সন্তানের জন্ম হয়, তখন মায়েরা আনন্দ করে বলে যে ঘরে লক্ষ্মী এসেছে; সবাই তাদের অভিনন্দন জানায়। কিন্তু যখন সে বড় হওয়ার পর, অন্য কারো (অন্য ধর্মের) স্ত্রী হওয়ার জন্য বাড়ি ছেড়ে পালিয়ে যায়, তখন সেটা ঠিক নয়।"

প্রজ্ঞার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে তাঁকে বাবা-মার উদ্দেশ্যে আরও বলতে শোনা গেছে, "আপনারা আপনাদের মনকে শক্তিশালী করুন, এবং এতটাই শক্তিশালী করুন যে যদি আপনাদের মেয়ে আপনাদের কথা না মানে, যদি সে কোনও অ-হিন্দু ছেলের বাড়িতে যায়, তাহলে তার পা ভেঙে ফেলতে দ্বিধা করো না। সন্তানদের মঙ্গলের জন্য যদি মারধর করতে হয়, তাহলে পিছু হটো না।"

তিনি বলেন, "মেয়েদের একাংশ বাবা-মায়ের কথা শোনে না। বড়দের সম্মান করে না এবং বাড়ি থেকে পালিয়ে যেতে প্রস্তুত। তাদের বাড়ি থেকে বের হতে দেবেন না, মারধর করে, বুঝিয়ে, শান্ত করে, ভালোবাসা দিয়ে বা তিরস্কার করে হলেও তাদের থামান।"

প্রজ্ঞার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। প্রাক্তন বিজেপি সাংসদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়া এবং ঘৃণা ছড়ানোর অভিযোগ এনেছে তারা।

প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর
Karnataka: RSS-এর অনুষ্ঠানে যোগ দেওয়ায় এক সরকারি আধিকারিককে বরখাস্ত করল কর্ণাটক সরকার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in