
সংসদে বাজেট অধিবেশন শুরুর আগে ৩০ জানুয়ারি সর্বদলীয় সভা ডাকলো কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার একথা জানিয়েছে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। একই সঙ্গে তিনি সংসদের বাজেট অধিবেশনে সমস্ত বিরোধী দলের নেতৃত্বের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।
আগামী ৩১ জানুয়ারি সংসদে বাজেট অধিবেশন শুরু হবে। ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এদিন রিজেজু বলেন, আমি আশাবাদী তিনি একটি ভালো এবং ভারসাম্যমূলক বাজেট পেশ করবেন।
সংসদের তথ্য অনুসারে আগামী ৩১ জানুয়ারি বাজেট অধিবেশন শুরু হবে এবং অধিবেশন চলবে ৪ এপ্রিল পর্যন্ত। বাজেট পেশ হবে ১ ফেব্রুয়ারি। বাজেট অধিবেশনের শুরুতে ৩১ জানুয়ারি সকাল ১১টায় সংসদের দুই কক্ষের সদস্যদের সামনে বক্তব্য পেশ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এবারের বাজেট অধিবেশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগের অধিবেশন ৩১ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৩ ফেব্রুয়ারি। এরপর ফেব্রুয়ারির ১৪ তারিখ থেকে মার্চ মাসের ৯ তারিখ পর্যন্ত সংসদের অধিবেশন বন্ধ থাকবে। ১০ মার্চ থেকে বাজেট অধিবেশনের দ্বিতীয় ভাগের কাজ শুরু হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন