Winter Session: সংসদে বাজেট অধিবেশন শুরুর আগে ৩০ জানুয়ারি সর্বদলীয় সভা

People's Reporter: ৩১ জানুয়ারি সংসদে বাজেট অধিবেশন শুরু। ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। রিজেজু বলেন, আমি আশাবাদী তিনি একটি ভালো ও ভারসাম্যমূলক বাজেট পেশ করবেন।
নতুন সংসদ ভবন
নতুন সংসদ ভবন ছবি সৌজন্যে উইকিপিডিয়া
Published on

সংসদে বাজেট অধিবেশন শুরুর আগে ৩০ জানুয়ারি সর্বদলীয় সভা ডাকলো কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার একথা জানিয়েছে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। একই সঙ্গে তিনি সংসদের বাজেট অধিবেশনে সমস্ত বিরোধী দলের নেতৃত্বের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।

আগামী ৩১ জানুয়ারি সংসদে বাজেট অধিবেশন শুরু হবে। ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এদিন রিজেজু বলেন, আমি আশাবাদী তিনি একটি ভালো এবং ভারসাম্যমূলক বাজেট পেশ করবেন।

সংসদের তথ্য অনুসারে আগামী ৩১ জানুয়ারি বাজেট অধিবেশন শুরু হবে এবং অধিবেশন চলবে ৪ এপ্রিল পর্যন্ত। বাজেট পেশ হবে ১ ফেব্রুয়ারি। বাজেট অধিবেশনের শুরুতে ৩১ জানুয়ারি সকাল ১১টায় সংসদের দুই কক্ষের সদস্যদের সামনে বক্তব্য পেশ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

এবারের বাজেট অধিবেশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগের অধিবেশন ৩১ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৩ ফেব্রুয়ারি। এরপর ফেব্রুয়ারির ১৪ তারিখ থেকে মার্চ মাসের ৯ তারিখ পর্যন্ত সংসদের অধিবেশন বন্ধ থাকবে। ১০ মার্চ থেকে বাজেট অধিবেশনের দ্বিতীয় ভাগের কাজ শুরু হবে।

নতুন সংসদ ভবন
Dalit Assault: দলিত নিগ্রহের অভিযোগ! ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা
নতুন সংসদ ভবন
Uttarpradesh: উত্তরপ্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে ভয়াবহ দুর্ঘটনা! মৃত ৬, আহত ৫০-এরও বেশী

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in