

উত্তরপ্রদেশে জৈন সম্প্রদায়ের এক ধর্মীয় অনুষ্ঠানে মঞ্চ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মঞ্চ চাপা পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের। আহত ৫০ জনেরও বেশী। মঞ্চের নীচে অনেকে চাপা রয়েছে বলে আশঙ্কা। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
উত্তরপ্রদেশের বাগপাতে প্রত্যেক বছরই পালিত হয় জৈন নির্বাণ উৎসব। গত ৩০ বছর ধরে এই উৎসব পালিত হয়ে আসছে। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হল লাড্ডু মহোৎসব। সেই উদ্দেশ্যে বাঁশ এবং কাঠ দিয়ে ৬৫ ফুট উঁচু একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। মঙ্গলবার সকালে ভগবান আদিনাথের উদ্দেশ্যে লাড্ডু উৎসর্গ করা হচ্ছিল। সেই সমই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনাটি।
জানা যাচ্ছে, লাড্ডু মহোৎসব চলাকালীন বাঁশের ওই মঞ্চে একসাথে উঠে পড়েন ভক্তরা। প্রবল ভিড়ের চাপে হুড়মুড় করে ভেঙে পড়ে অনুষ্ঠান মঞ্চ। সূত্রের খবর, হুড়োহুড়িতে মারা যান ৬ জন। আহত ৫০ জনেরও বেশী। মঞ্চের তলায় এখনও বহু লোক চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধারকাজ।
বাগপাত পুলিশ প্রধান অর্পিত বিজয়বর্গীয় জানিয়েছেন, 'ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং অ্যাম্বুলেন্স। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যাঁদের আঘাত অল্প তাঁদের চিকিৎসা করে বাড়ি পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা চলছে।'
জেলা ম্যাজিস্ট্রেট অস্মিতা লাল জানান, 'বাঁশের মঞ্চ ভেঙে প্রায় ৪০ জন আহত হয়েছে। তাঁর মধ্যে ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে, বাকিদের চিকিৎসা চলছে।'
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন