
মহাকুম্ভে গিয়ে গঙ্গায় ডুব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এই স্নান নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, গঙ্গায় ডুব দিলেই দারিদ্র্য দূর হবে না। যদিও এর পাল্টা কংগ্রেসকে 'হিন্দু-বিরোধী' বলে আক্রমণ করেছে বিজেপি।
সোমবার প্রয়াগরাজে চলা মহাকুম্ভে স্নান করেন অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ একাধিক রাজনীতিবিদরা। যা নিয়ে খোঁচা দিলেন মল্লিকার্জুন খাড়গে। মধ্যপ্রদেশে আয়োজিত 'জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান' নামক এক সভায় কংগ্রেস সভাপতি বলেন, "ক্যামেরার সামনে বিজেপি নেতাদের গঙ্গায় স্নান করার প্রতিযোগিতা চলছে। যতক্ষণ না ভাল ছবি আসে ততক্ষণ স্নান চলতে থাকে। গঙ্গায় স্নান করলে দারিদ্র্য দূর হবে না। তবে আমি কারও বিশ্বাসে আঘাত করতে চাই না। যদি কারও খারাপ লাগে, আমি ক্ষমা চাইছি। কিন্তু আমাকে বলুন, যখন কোনও শিশু খিদের জ্বালায় মারা যাচ্ছে, স্কুলে যাচ্ছে না, শ্রমিকরা তাদের বেতন পাচ্ছে না, তখন এই লোকেরা হাজার হাজার টাকা খরচ করে (গঙ্গায়) স্নান করার প্রতিযোগিতা করছে।"
তিনি আরও বলেন, "এই ধরনের মানুষ দেশের কোনও উপকার আসে না। আমরা ঈশ্বরকে বিশ্বাস করি। মানুষ প্রতিদিন বাড়িতে 'পূজা' করে, সমস্ত মহিলারাই 'পূজা' করে বাড়ি থেকে বেরোন। এতে কোনও সমস্যা নেই। কিন্তু ধর্মের নামে দরিদ্রদের শোষণ করা নিয়ে আমাদের সমস্যা আছে।" লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পাল্টা কংগ্রেসকে 'হিন্দু-বিরোধী' বলে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি নেতা সম্বিত পাত্র বলেন, "সনাতন ধর্মের বিরুদ্ধে এমন মন্তব্য অত্যন্ত লজ্জাজনক। কংগ্রেস হিন্দু এবং সনাতনের অনুভূতিকে উপহাস করছে। খাড়গের মন্তব্যের জন্য পুরো কংগ্রেসের ক্ষমা চাওয়া উচিত"।
তিনি আরও বলেন, 'যখন গোটা বিশ্ব কুম্ভমেলা নিয়ে আলোচনা করছেন তখন ভারতের বৃহত্তম বিরোধী দল এই নিয়ে আপত্তিকর মন্তব্য করছে। কোটি কোটি মানুষ কংগ্রেস নেতার মন্তব্যে মর্মাহত। রাহুলজি, আপনার উচিত ইতালিতে গিয়ে সুইমিং পুলে সাঁতার কাটা। কিন্তু মা গঙ্গা সম্পর্কে এমন মন্তব্য করবেন না। আমাদের কাছে গঙ্গা কেবল একটি নদী নয়, আমাদের মা। আমার প্রশ্ন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীরা কি অন্য ধর্ম নিয়ে এমন মন্তব্য করতে পারবেন?''
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন