India Pak Tension: ভারত-পাক সংঘর্ষের জেরে আগামী দু-তিনদিন বন্ধ থাকবে এটিএম? যা জানাল কেন্দ্র সরকার

People's Reporter: ৮ মে রাত থেকে ৯ মে সকাল পর্যন্ত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি খবরের সত্যতা যাচাই করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)।
India Pak Tension: ভারত-পাক সংঘর্ষের জেরে আগামী দু-তিনদিন বন্ধ থাকবে এটিএম? যা জানাল কেন্দ্র সরকার
প্রতীকী ছবি
Published on

ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে আগামী দু-তিনদিন বন্ধ থাকবে এটিএম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এরকম এক তথ্য। তবে এই তথ্য যে নেহাতই গুজব, তা স্পষ্টভাবে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। এমনকি বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষকে সমাজমাধ্যমে এই ধরনের ভুয়ো খবর ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। এই ধরনের খবরে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে জানানো হয়েছে।

শুক্রবার কেন্দ্রের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “এটিএম নাকি বন্ধ? একটি ভাইরাল হোয়াটসঅ্যাপ বার্তায় দাবি করা হয়েছে, আগামী ২-৩ দিন এটিএমগুলি বন্ধ থাকবে। এই খবরটি মিথ্যে। এটিএমগুলি স্বাভাবিকভাবেই চলবে। যাচাই না করে বার্তাগুলি শেয়ার করবেন না। এই ধরনের খবরে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে”।

এই ধরণের ভুয়ো খবরের ফলে টাকা তোলার হিড়িক পড়ে যেতে পারে এটিএমগুলিতে। এমনকি ব্যাঙ্কগুলিতে লম্বা লাইন পড়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে ব্যাহত হতে পারে কাজ। তাই এই ধরণের খবর ছড়ানোর আগে তথ্য যাচাই করা উচিত বলে জানিয়েছে সরকার।

বর্তমান পরিস্থিতিতে একাধিক ভুয়ো খবর ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অনেক ক্ষেত্রে মেইনস্ট্রিম মিডিয়া থেকেও ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। ৮ মে রাত থেকে ৯ মে সকাল পর্যন্ত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি খবরের সত্যতা যাচাই করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)। যার মধ্যে রয়েছে পাঞ্জাবের জলন্ধরের ড্রোন হামলার ভিডিও। এটি আসলে একটি খামারে আগুন লাগার ভিডিও। এর সঙ্গে বিমানের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছে সরকার।

এছাড়া আর একটি ভাইরাল পোস্টে দাবি করা হয়, ‘২০ রাজ ব্যাটালিয়ন’-এর অধীনে থাকা একটি সেনা পোস্ট পাকিস্তানের ছোড়া গুলিতে ধ্বংস হয়ে গেছে। ভারতীয় সেনাবাহিনীতে এমন কোনও ইউনিট নেই বলেই জানিয়েছে সরকার।

India Pak Tension: ভারত-পাক সংঘর্ষের জেরে আগামী দু-তিনদিন বন্ধ থাকবে এটিএম? যা জানাল কেন্দ্র সরকার
The Wire: ভারত-পাক উত্তেজনার মাঝে 'সরকারি নির্দেশে ওয়েবসাইট ব্লক' - দাবি 'দ্য ওয়ার'-এর
India Pak Tension: ভারত-পাক সংঘর্ষের জেরে আগামী দু-তিনদিন বন্ধ থাকবে এটিএম? যা জানাল কেন্দ্র সরকার
Malegaon Blast: সময় চাই বিচারকের! মালেগাঁও বিস্ফোরণ মামলার রায় ঘোষণার দিন পিছিয়ে গেল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in