'নির্বাচনের আগেই কেন দেশে বিস্ফোরণ হয়?' - সিদ্দারামাইয়ার মন্তব্যের তীব্র সমালোচনা বিজেপির

People's Reporter: সিদ্দারামাইয়া বলেন, দেশে কোনও বোমা বিস্ফোরণ হওয়া উচিত নয়, নিরীহ মানুষ মারা গেছে। আর নির্বাচনের সময়ই বিস্ফোরণ হচ্ছে।
সিদ্দারামাইয়া
সিদ্দারামাইয়াছবি - সিদ্দারামাইয়ার ফেসবুক পেজ
Published on

ঠিক নির্বাচনের আগেই কেন দেশে বিস্ফোরণ হয়? সমাজমাধ্যমে এই প্রশ্ন তুলেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। যার তীব্র সমালোচনা করেছে বিজেপি। অবিলম্বে মুখ্যমন্ত্রীকে বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে গেরুয়া শিবির।

সোমবার দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনার তদন্ত চলছে। ভুটান থেকে ফিরেই বুধবার আহতদের দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিহারে দ্বিতীয় দফার নির্বাচন ছিল। কেন বার বার কোনও নির্বাচনের আগেই দেশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে? তা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। তিনি বলেন, "দেশে কোনও বোমা বিস্ফোরণ হওয়া উচিত নয়, নিরীহ মানুষ মারা গেছে। আর নির্বাচনের সময়ই বিস্ফোরণ হচ্ছে। কেন্দ্রকে অবশ্যই বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে"।

অন্যদিকে, মল্লিকার্জুন খাড়গের পুত্র তথা কর্ণাটক সরকারের মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, "স্বাধীন ভারতের সবচেয়ে অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ। তাঁর পদত্যাগ করা উচিত। এটা সম্পূর্ণ গোয়েন্দা ব্যর্থতা।"

কংগ্রেস নেতাদের এই ধরণের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপি কর্ণাটকের সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র। তিনি বলেন, "এটি সত্যিই উদ্বেগজনক যে জাতীয় নিরাপত্তা, সাধারণ মানুষের প্রাণ চলে যাওয়া, আমাদের সৈন্যদের আত্মত্যাগ এবং জাতীয় সম্মানের মতো বিষয়গুলি কংগ্রেস দলের কাছে কেবল রাজনৈতিক অস্ত্র। ২০১৯ সালে পুলওয়ামা ঘটনার পরও কংগ্রেস নেতারা এমন প্রচার চালিয়ে পাকিস্তানকে সাহায্য করেছিলেন"।

তিনি অবিলম্বে সিদ্দারামাইয়াকে তাঁর বক্তব্য প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। বিজেপি নেতা বলেন, "রাষ্ট্রবিরোধী কথাবার্তা বলেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বিহারের মানুষ যেমন জবাব দিয়েছেন, কর্ণাটকের মানুষও কংগ্রেসকে উপযুক্ত জবাব দেবে। কারণ এটা দলীয় রাজনীতি নয়, এটা দেশের বিষয়। সবার আগে দেশ।"

সিদ্দারামাইয়া
Bihar Exit Poll: বিহারের বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে NDA! সরকার গঠন নিয়ে আত্মবিশ্বাসী মহাগঠবন্ধনও
সিদ্দারামাইয়া
লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ, নিহত অন্তত ১৩, আহত ২৫, দিল্লি-মুম্বাই-কলকাতায় জারি হাই অ্যালার্ট

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in