

সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি (CJI) হিসেবে বিচারপতি সূর্যকান্তের নাম প্রস্তাব করলেন বর্তমান প্রধান বিচারপতি বিআর গাভাই (CJI B R Gavai)। আগামী ২৩ নভেম্বর অবসর নিতে চলেছেন প্রধান বিচারপতি বিআর গাভাই। তার আগে নিয়মানুসারে কেন্দ্রীয় সরকারের কাছে নিজের উত্তরসূরির নাম প্রস্তাব আকারে পাঠালেন তিনি।
ভারতের সংবিধান অনুসারে, বর্তমান প্রধান বিচারপতি অবসরের আগে সিনিয়র-মোস্ট (সর্বাধিক বয়সজ্যেষ্ঠ) বিচারপতির নাম সুপারিশ করেন পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে। বর্তমানে বিচারপতি সূর্যকান্তই সুপ্রিম কোর্টের সিনিয়র-মোস্ট বিচারপতি। তাই প্রচলিত নিয়ম অনুযায়ী তাঁর নামই পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে পাঠিয়েছেন গাভাই।
জানা যাচ্ছে, আগামী ২৪ নভেম্বর দেশের ৫৩তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করতে পারেন বিচারপতি সূর্যকান্ত। তাঁর কার্যকালের মেয়াদ হতে পারে ১৪ মাস। ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন তিনি।
কে এই বিচারপতি সূর্যকান্ত?
১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি হরিয়ানায় জন্মগ্রহণ করেন তিনি। সূর্যকান্তই ভারতের ইতিহাসে প্রথম হরিয়ানার বাসিন্দা, যিনি দেশের প্রধান বিচারপতির পদে আসীন হতে চলেছেন।
১৯৮৫ সালে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন তিনি। মূলত পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে সাংবিধানিক, প্রশাসনিক ও দেওয়ানি মামলা পরিচালনা করতেন। এরপর ২০০৪ সালে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০১৮ সালের অক্টোবরে তিনি হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হন। ২০১৯ সালের ২৪ মে তাঁকে সুপ্রিম কোর্টে উন্নীত করা হয়।
বিচারপতি সূর্যকান্তের রায় ও পর্যবেক্ষণ সবসময়ই যুক্তিনির্ভর ও সংবিধানসম্মত বলে পরিচিত। তিনি একাধিক গুরুত্বপূর্ণ বেঞ্চের অংশ ছিলেন এবং নিম্নলিখিত বিষয়গুলিতে উল্লেখযোগ্য রায় দিয়েছেন—
কেন্দ্র ও রাজ্যের ক্ষমতার ভারসাম্য (ফেডারেলিজম)
প্রশাসনিক জবাবদিহিতা
প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার
পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়ন।
প্রধান বিচারপতির সুপারিশের পর প্রচলিত নিয়মে রাষ্ট্রপতির অনুমোদন ও কেন্দ্রীয় বিজ্ঞপ্তি প্রকাশের পরই নিয়োগ কার্যকর হয়। আইন মন্ত্রক সূত্রে খবর, গাভাইয়ের পাঠানো সুপারিশপত্র ইতিমধ্যেই গৃহীত হয়েছে এবং শীঘ্রই রাষ্ট্রপতির অনুমোদনের পর সরকারি বিজ্ঞপ্তি জারি হবে। বিজ্ঞপ্তি জারি হলে রাষ্ট্রপতি ভবনে বিচারপতি সূর্যকান্তকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
উল্লেখ্য, চলতি বছর মে মাসে ভারতের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বিআর গাভাই। তাঁর সংক্ষিপ্ত মেয়াদে আদালতের কাজের দক্ষতা বৃদ্ধি, তালিকাভুক্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং ডিজিটাল আদালত ব্যবস্থা উন্নত করার ক্ষেত্রে উদ্যোগী ভূমিকা নিয়েছেন। ২৩ নভেম্বর অবসর নিচ্ছেন তিনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন