NDA জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু, জিতলে গড়বেন ইতিহাস - জেনে নিন তাঁর পরিচয়

মঙ্গলবারই ১৮টি বিরোধী দল সম্মিলিতভাবে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার নাম ঘোষণা করেছে। সিনহাকে হারিয়ে দ্রৌপদী মুর্মু যদি জিতে যান তাহলে ইতিহাস তৈরি করবেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্রৌপদী মুর্মু
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্রৌপদী মুর্মু ফাইল ছবি, সৌজন্যে PIB টুইটার হ্যান্ডেল

NDA জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করা হলো। মঙ্গলবার তাঁর নাম ঘোষণা করেছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচিত হলে, তিনিই দেশের প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি হবেন।

কে এই দ্রৌপদী মুর্মু? এক নজরে দেখে নেওয়া যাক তাঁর পরিচয় -

ওড়িশার বাসিন্দা দ্রৌপদী মুর্মু পেশায় শিক্ষিকা ছিলেন। তিনি নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন কাউন্সিলর হিসেবে। পরে ময়ূরভঞ্জ জেলার অন্তর্গত রায়রাংপুর ন্যাশনাল অ্যাডভাইসরি কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হন। এরপর ২০০০ এবং ২০০৪ সাল - দুবার রায়রাংপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে বিধায়ক নির্বাচিত হন। দুবারই নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন বিজেপি-বিজেডি জোট সরকারের মন্ত্রী হয়েছিলেন তিনি। পরিবহন, পশুপালন, মৎস্যের মতো দপ্তর সামলেছেন তিনি।

২০১৩ সালে তিনি বিজেপির ST মোর্চার জাতীয় কার্যনির্বাহী সদস্য হন। ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল পদে ছিলেন এই আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু। তিনিই ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল।

মঙ্গলবারই ১৮টি বিরোধী দল সম্মিলিতভাবে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার নাম ঘোষণা করেছে। সিনহাকে হারিয়ে দ্রৌপদী মুর্মু যদি জিতে যান তাহলে ইতিহাস তৈরি করবেন তিনি। তিনিই হবেন ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্রৌপদী মুর্মু
ফারুক আব্দুল্লা, শরদ পাওয়ারের পর রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াতে অনীহা প্রকাশ গোপালকৃষ্ণ গান্ধীর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in