Eknath Shinde: 'কার কাছ থেকে সুপারি নেন?' - কুণাল কামরা ইস্যুতে মুখ খুললেন একনাথ শিন্ডে

People's Reporter: একনাথ শিন্ডে বলেন, এই ধরণের কাজ করার জন্য কার কাছ থেকে তিনি (কুণাল কামরা) সুপারি নেন? গণতন্ত্রে স্বাধীনতা গুরুত্বপূর্ণ, কিন্তু কারো নির্দেশে কারো সম্পর্কে ভুল কথা বলা উচিত নয়।
একনাথ শিন্ডে এবং কুণাল কামরা
একনাথ শিন্ডে এবং কুণাল কামরাছবি - সংগৃহীত
Published on

প্রতিটি ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের তৃতীয় গতিসূত্র মনে করিয়ে কৌতুক শিল্পী কুণাল কামরার বিরুদ্ধে মুখ খুললেন একনাথ শিন্ডে।

একটি গানের মাধ্যমে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা একনাথ শিন্ডেকে নাম না করেই 'গদ্দার' বলার অভিযোগ ওঠে কুণাল কামরার বিরুদ্ধে। এমনকি যে স্টুডিওতে ভিডিওটি শ্যুট করা হয়েছিল সেই স্টুডিওতে ভাঙচুর চালায় শিবসেনা কর্মীরা।

বিবিসি মারাঠির একটি সাক্ষাৎকারে একনাথ শিন্ডে বলেন, "এই ধরণের কাজ করার জন্য কার কাছ থেকে তিনি (কুণাল কামরা) সুপারি নেন? গণতন্ত্রে স্বাধীনতা গুরুত্বপূর্ণ, কিন্তু কারো নির্দেশে কারো সম্পর্কে ভুল কথা বলা উচিত নয়। আমার কথা ভুলে যান, তিনি মোদীজি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) সম্পর্কে কী বলেছেন? তিনি প্রধান বিচারপতি (প্রাক্তন) সম্পর্কে কী বলেছেন? অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সম্পর্কে? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে? শিল্পপতিদের সম্পর্কে কী বলেছেন?"

পাশাপাশি স্টুডিওতে শিবসেনা কর্মীদের ভাঙচুর নিয়েও মুখ খোলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। তিনি বলেন, "একনাথ শিন্ডে খুবই সংবেদনশীল। আমার বিরুদ্ধে এত অভিযোগ করা হয়, আমি কাজ দিয়ে জবাব দিই। আমি এটি (ভাঙচুর) সমর্থন করি না। তবে যা ঘটেছে তা দলীয় কর্মীদের আবেগের কারণে ঘটেছে। প্রতিটি ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া আছে, কিন্তু আমি এটি সমর্থন করি না।"

একনাথ শিন্ডে কুণাল কামরার বিরুদ্ধে সরব হলেও কৌতুক শিল্পীর পাশে দাঁড়িয়েছেন শিবসেন (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরে। তিনি বলেন, কুণাল কামরা সত্য কথাই তো বলেছেন। গদ্দারকে গদ্দার বলেছেন। এতে ভুল কিছু নেই। যারা চুরি করে তারা গদ্দার।

ঘটনাটি ঘটে 'নয়া ভারত' নামক একটি অনুষ্ঠান নিয়ে। যেখানে বর্তমান ভারতের রাজনৈতিক অবস্থা নিয়ে বিদ্রুপের ছলে কিছু মন্তব্য করেছেন কুণাল। ভিডিওতে দেখা যাচ্ছে, শিন্ডের নাম না করে জনপ্রিয় একটি হিন্দি গানের নকল করে তাঁর অঙ্গভঙ্গি এবং শারীরিক গঠন বর্ণনা করছেন তিনি। এমনকি এক জায়গায় শিন্ডেকে 'গদ্দার' বলেও উল্লেখ করেন তিনি। আর সেই ভিডিও সামনে আসার পর থেকেই কুণালের বিরুদ্ধে সরব হন শিবসেনার সমর্থকেরা।

এই কৌতুক অনুষ্ঠানটি রেকর্ড হয়েছিল ‘হ্যাবিট্যাট’ স্টুডিয়োতে। এই স্টুডিয়ো এবং স্টুডিয়োটি যে হোটেলে অবস্থিত সেখানে রবিবার হামলা চালায় শিবসেনা সমর্থকরা। নিরাপত্তার অভাবে অনির্দিষ্টকালের জন্য স্টুডিও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

কুণাল কামরার বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও তিনি ক্ষমা চাইবেন না বলেই জানিয়েছেন। কুণাল বলেছেন, 'আমি ক্ষমা চাইব না। তবে আদালত কোনও নির্দেশ দিলে তা মেনে চলব।'

একনাথ শিন্ডে এবং কুণাল কামরা
Kunal Kamra: 'ক্ষমা চাইব না' - 'গদ্দার' মন্তব্যে অনড় কুণাল কামরা! কৌতুক শিল্পীকে সমর্থন উদ্ধব ঠাকরের
একনাথ শিন্ডে এবং কুণাল কামরা
Rahul Gandhi: আরএসএস-এর হাতে শিক্ষাব্যবস্থার নিয়ন্ত্রণ গেলে দেশ ধ্বংস হয়ে যাবে - রাহুল গান্ধী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in