Bihar: 'লাঠিচার্জের সময় কোথায় ছিলেন?' - প্রশান্ত কিশোরকে প্রশ্ন বিহারের চাকরিপ্রার্থীদের

People's Reporter: বিহার পাবলিক সার্ভিস কমিশন (BPSC)-র চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল বিহার। পরীক্ষায় কারচুপি ও প্রশ্নফাঁসের অভিযোগে প্রতিবাদ জানায় চাকরিপ্রার্থীরা।
প্রশান্ত কিশোর
প্রশান্ত কিশোরফাইল ছবি সংগৃহীত
Published on

বিহারে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয় জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোরের বিরুদ্ধে। কিন্তু ছাত্রনেতাদের অভিযোগ, লাঠিচার্জের সময় দেখা মেলেনি প্রশান্ত কিশোরের। যা নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। যার জেরে প্রশান্ত কিশোরের রাজনৈতিক দলকে বিজেপির বি-টিম বলে অভিহিত করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব

বিহার পাবলিক সার্ভিস কমিশন (BPSC)-র চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল বিহার। পরীক্ষায় কারচুপি ও প্রশ্নফাঁসের অভিযোগে প্রতিবাদ জানায় চাকরিপ্রার্থীরা। রবিবার রাতে পাটনার গান্ধী ময়দানে চাকরিপ্রার্থীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত থেকে চাকরিপ্রার্থীদের উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে। কিন্তু চাকরিপ্রার্থীদের অভিযোগ, পুলিশ যখন লাঠিচার্জ করছিল তখন প্রশান্ত কিশোরকে দেখা যায়নি। তিনি কোথায় ছিলেন কেউ খুঁজে পায়নি। এমনকি এদিন প্রশান্ত কিশোরকে গো ব্যাক স্লোগানও দেন বিক্ষোভকারীদের একাংশ।

চাকরিপ্রার্থীদের বাধার মুখে প্রশান্ত কিশোর বলেন, আমাদের কাছ থেকে আপনারা কম্বল নিলেন আবার আমাদেরকেই চলে যেতে বলছেন? এই মন্তব্যের পর পি কে'র বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন চাকরিপ্রার্থীরা।

এই আবহে প্রশান্ত কিশোরকে নীতিশ কুমারের 'বি' টিম বলে কটাক্ষ করেছেন তেজস্বী যাদব। তিনি বলেন, চাকরিপ্রার্থীরা আন্দোলন করে সরকারকে চাপে ফেলে দিয়েছে। সরকার কী করবে ঠিক করতে পারছে না। এমন সময় কেউ কেউ সরকারের বি টিম হয়ে কাজ করছেন।

যদিও চাকরিপ্রার্থীদের অভিযোগের মাঝেই সোমবার প্রশান্ত কিশোর বলেন, "আমি পড়ুয়াদের সাথেই আছি। চাকরিপ্রার্থীদের বিভিন্ন ভাগে ভাগ হওয়ার পরামর্শ দিয়েছিলাম। তারপর ওই স্থান ছেড়ে চলে যাই। আমি চলে যাওয়ার ৪৫ মিনিটের মধ্যেই পুলিশ লাঠিচার্জ করে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। মানবাধিকার কমিশনে যাব"।

প্রসঙ্গত, রবিবার পাটনায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভে যোগ দিয়েছিলেন জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। চাকরিপ্রার্থীদের আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে পিকের বিরুদ্ধে। ঘটনায় প্রশান্ত কিশোর-সহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এছাড়া মামলা দায়ের হয়েছে ৬০০ জন অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে। কিন্তু ছাত্রনেতাদের পাল্টা পিকে'র বিরুদ্ধে সরব হওয়া নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

প্রশান্ত কিশোর
Bihar: বিহারে চাকরিপ্রার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ, পিকের বিরুদ্ধে উস্কানির অভিযোগ! মামলা দায়ের
প্রশান্ত কিশোর
Bengaluru: শেষ ১৩ বছরে কর্ণাটকে ১০০০-র বেশি আর্থিক জালিয়াতির ঘটনা! শীর্ষে বেঙ্গালুরু

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in