Jagdeep Dhankhar: 'কোথায় প্রাক্তন উপরাষ্ট্রপতি?' ধনখড়ের খোঁজ জানতে চেয়ে শাহকে চিঠি সঞ্জয় রাউথের

People's Reporter: ২১ জুলাইয়ের পর থেকে কার্যত দেখা যাচ্ছে না প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। গুজব, ধনখড়কে গৃহবন্দি করা হয়েছে।
জগদীপ ধনখড়
জগদীপ ধনখড়ফাইল ছবি সংগৃহীত
Published on

গত ২১ জুলাই স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতি পদ থেকে আচমকাই ইস্তফা দেন জগদীপ ধনখড়। এরপর থেকে কার্যত তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। বহু সাংসদ তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। এমনকি তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গেও কোনও যোগাযোগ করা যাচ্ছে না। রাজনৈতিক মহলে গুজব, ধনখড়কে গৃহবন্দি করা হয়েছে। এই আবহে ধনখড়ের খোঁজ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন উদ্বিগ্ন শিবসেনা (ইউটিবি) সাংসদ সঞ্জয় রাউথ

গত ১০ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন সঞ্জয় রাউথ। চিঠিতে তিনি জানতে চেয়েছেন, "আমাদের প্রাক্তন উপরাষ্ট্রপতি সম্পর্কে কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি এখন কোথায় রয়েছেন? ওঁর স্বাস্থ্য কেমন রয়েছে? এই বিষয়ে কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। রাজ্যসভার একাধিক সাংসদ তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। তবে কেউই তাঁর সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি"।

সোমবার সেই চিঠি নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) শেয়ার করেছেন শিবসেনা (ইউবিটি) সাংসদ। যেখানে তিনি লিখেছেন, "দিল্লিতে এমন গুজব শোনা যাচ্ছে যে ধনকড়কে ঘরবন্দি করা হয়েছে। যেখানে রাখা হয়েছে সেখানে তিনি নিরাপদে নেই"। এরপরেই সঞ্জয় লিখেছেন, "ধনকড় তো বটেই তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গেও কোনও যোগাযোগ করা যাচ্ছে না। এটা সত্যিই উদ্বেগের বিষয়। আমাদের প্রাক্তন উপরাষ্ট্রপতির সঙ্গে কী ঘটেছে? তিনি কোথায় রয়েছেন? তিনি কি নিরাপদে আছেন? এই সমস্ত প্রশ্নের উত্তর চাওয়ার অধিকার দেশবাসীর রয়েছে"।

অমিত শাহকে পাঠানো চিঠিতে সঞ্জয় রাউথ আরও লিখেছেন, ধনখড়কে খুঁজে বের করতে তিনি সুপ্রিম কোর্টে হেভিয়াস কর্পাস মামলা দায়ের করার কথা ভাবছেন। মূলত, এই জাতীয় মামলায় আদালত প্রশাসনকে নিখোঁজ ব্যক্তিকে কোর্টে হাজির করানোর নির্দেশ দিয়ে থাকে। তবে এই মামলা নিখোঁজ ব্যক্তির পরিবারের তরফ থেকে করতে হয়।

এর আগে গত বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে ধনখড়কে নিয়ে প্রশ্ন তুলেছিলেন সঞ্জয় রাউথ। তিনি বলেছিলেন, "প্রাক্তন উপরাষ্ট্রপতি এখন কোথায় রয়েছেন সে বিষয়ে আলোচনা হওয়া উচিৎ। এই বিষয়ে আদালতে যাওয়ার আগে সরকারের কাছে এই বিষয়ে প্রশ্ন রাখা উচিৎ বলে আমি মনে করেছি। আশা করছি শীঘ্রই এর জবাব পাব"। সঞ্জয়ের মতোই গত সপ্তাহে একই প্রশ্ন তুলেছিলেন শিবসেনা (উদ্ধব)-এর প্রধান উদ্ধব ঠাকরে। বলেছিলেন, "প্রাক্তন উপরাষ্ট্রপতি কোথায়? এ বিষয়ে আলোচনা করা উচিত"।

উল্লেখ্য, সংসদে বাদল অধিবেশন শুরুর প্রথম দিন সারাদিন দায়িত্ব পালন করার পর সন্ধ্যের দিকে স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে আচমকাই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। সেদিন পুরো দিন সভা পরিচালনার পর সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। একদিন পরেই ইস্তফাপত্র গৃহীত হয়। ইতিমধ্যেই পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

যদিও প্রথম থেকেই ধনখড়ের ইস্তফা নিয়ে বিতর্ক ছিল। কারণ ধনখড় একসময় অসুস্থ হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই কাজে যোগ দিয়েছিলেন। আচমকা নাটকীয়ভাবে স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে ইস্তফা দেওয়াতে স্বাভাবিকভাবেই জল্পনা বাড়ে রাজনৈতিক মহলে। এই প্রসঙ্গে কংগ্রেস মহাসচিব জয়রাম রমেশ সন্দেহ প্রকাশ করে বলেছিলেন, মোদী সরকারের চাপেই এই ইস্তফা দিতে বাধ্য হয়েছেন ধনখড়। আর এই আবহে এবার সঞ্জয় রাউথের দাবি, খুঁজে পাওয়া যাচ্ছে না প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে।

জগদীপ ধনখড়
Jagdeep Dhankhar: রাজ্যসভার কাজ শেষের ১০ মিনিট আগে একটি চিঠি, তারপর পদত্যাগ ধনখড়ের! কী হয়েছিল সেদিন?
জগদীপ ধনখড়
Jagdeep Dhankhar: 'গভীর কারণ লুকিয়ে' - ধনখড়ের উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা নিয়ে দাবি খাড়গের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in