Jagdeep Dhankhar: রাজ্যসভার কাজ শেষের ১০ মিনিট আগে একটি চিঠি, তারপর পদত্যাগ ধনখড়ের! কী হয়েছিল সেদিন?

People's Reporter: রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে ধনখড় কেন্দ্রের দেওয়া 'লক্ষণ রেখা' অতিক্রম করায় তাঁকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলে অনুমান।
জগদীপ ধনখড়
জগদীপ ধনখড়ফাইল ছবি সংগৃহীত
Published on

উপরাষ্ট্রপতি পদ থেকে আচমকাই পদত্যাগ করেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। যা নিয়ে এখনও রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। ধনখড় তাঁর ইস্তফাপত্রে জানিয়েছেন, স্বাস্থ্যগত কারণে তিনি পদত্যাগ করেছেন। যদিও বিরোধীদের দাবি, ধনখড়ের উপর চাপসৃষ্টি করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। কারণ, পদত্যাগের দিনও পুরোদমে সংসদের কাজ সামলেছেন ধনখড়।

এনডিটিভি-র এক প্রতিবেদন অনুযায়ী, ২১ জুলাই (যেদিন সন্ধ্যায় পদত্যাগ করেন ধনখড়) তখন বিকেল ৪:৫০, সংসদের কার্যক্রম প্রায় শেষের পথে, রাজ্যসভার সচিবালয়ে এক মুখবন্ধ খাম জমা পড়ে। আর তার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেন। অনুমান, নগদ-কাণ্ডে বিচারপতি যশবন্ত বর্মার অপসারণের প্রস্তাব গ্রহণ করার কারণেই এই পদত্যাগ।  

সূত্র মারফত জানা গেছে, রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে ধনখড় কেন্দ্রের দেওয়া 'লক্ষণ রেখা' অতিক্রম করায় তাঁকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। বিরোধীদের পক্ষ থেকে উত্থাপিত হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব গ্রহণ করেন তিনি। আর্থিক দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে বর্মার বিরুদ্ধে। কেন্দ্রের এই ইমপিচমেন্টে সায় ছিল না, কিন্তু ধনখড় বিরোধীদের নোটিশ গ্রহণ করেন।

এক সিনিয়র মন্ত্রী তখনই ধনখড়কে স্পষ্ট করে জানান, সরকার এই ইমপিচমেন্টের বিপক্ষে। কিন্তু ধনখড় তাঁর অবস্থান থেকে সরেননি। যা কেন্দ্রীয় সরকারের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় বলে অনুমান।

২১ জুলাই বিকেলে এনডিএ জোটের সব রাজ্যসভার সাংসদদের ডাকা হয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কার্যালয়ে। সেখানে ধনখড়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে একটি প্রস্তাবে স্বাক্ষর সংগ্রহ করা হয়। সরকার সূত্রে জানা গেছে, অন্তত ১৩৪ জন সাংসদের সমর্থন পাওয়া যায়।

এই প্রস্তাবই একটি সিল করা খামে আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের মাধ্যমে রাজ্যসভা সচিবালয়ে পাঠানো হয়। যদিও সরকারিভাবে জানানো হয়নি খামের বিষয়বস্তু কী ছিল, তবে একাধিক সূত্র মারফত খবর, ওই চিঠিতে ধনখড়ের অপসারণের উল্লেখ ছিল।

বিশ্লেষকদের মতে, ধনখড়ের পদত্যাগের পেছনে কেবল ব্যক্তিগত কারণ নয় বরং বিচার বিভাগের স্বাধীনতা, সংসদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক প্রতিহিংসার গভীর ছায়া রয়েছে। বিরোধীরা একে ‘সংবিধানিক পদে হস্তক্ষেপের প্রতিফলন’ বলে আখ্যা দিয়েছে।

জগদীপ ধনখড়
IND-PAK: পহেলগাঁও কাণ্ডের পরেও এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের পক্ষে চিদম্বরম-পুত্র! অস্বস্তিতে কংগ্রেস
জগদীপ ধনখড়
'অপারেশন মহাদেব'-এ সেনার গুলিতে নিহত পহেলগাঁওকাণ্ডের তিন জঙ্গি! লোকসভায় জানালেন অমিত শাহ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in