'ভারত জোড়ো যাত্রা' বন্ধের অজুহাত খুঁজছে বিজেপি, দাবি রাহুলের

রাহুল বলেন, 'কোভিড উদ্বেগের কারণে 'ভারত জোড়ো যাত্রা' থামানোর জন্য আমাকে চিঠি পাঠানো হচ্ছে। কিন্তু, জিজ্ঞাসা করুন তো - বিজেপি যে রোড-শোগুলি করছে, সেগুলি কি কোভিড প্রোটোকলের লঙ্ঘন নয়?'
রাহুল গান্ধী
রাহুল গান্ধীছবি - ট্যুইটার
Published on

'ভারত জোড়ো যাত্রা'য় (Bharat Jodo Yatra) কোভিড প্রোটোকল (Covid Protocol) মানা হচ্ছে না বলে অভিযোগ করেছে বিজেপি সরকার। কিন্তু, তাঁদের (বিজেপির) যাত্রায় কি সেই প্রোটোকল মানা হচ্ছে? আসলে, কোনও কারণ ছাড়াই আমার বিরুদ্ধে মামলা করার চেষ্টা চালাচ্ছে তাঁরা।' শনিবার, বছরের শেষ দিনে সাংবাদিক সম্মেলনে এমনই অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

তিনি বলেন, কোভিড উদ্বেগের কারণে 'ভারত জোড়ো যাত্রা' থামানোর জন্য আমাকে চিঠি পাঠানো হচ্ছে। কিন্তু, জিজ্ঞাসা করুন তো - বিজেপি যে রোড-শোগুলি করছে, সেগুলি কি কোভিড প্রোটোকলের লঙ্ঘন নয়?'

প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, 'স্বরাষ্ট্র মন্ত্রক আমাকে বলছে, আপনি বুলেটপ্রুফ গাড়িতে যান। আমি কীভাবে তা করতে পারি? আমাকে যাত্রার জন্য পায়ে হেঁটে যেতে হবে...। তারা জানে নিরাপত্তার জন্য কী করা দরকার। কিন্তু, তারা একটি ইস্যু খাড়া করতে চাইছে।'

প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর, ভারত জোড়ো যাত্রা চলাকালীন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ অন্যান্য কর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখে কংগ্রেস। চিঠিতে অবিলম্বে রাহুল সহ দলের বাকি নেতা-কর্মীদের সুরক্ষার দাবি জানানো হয়। সেই চিঠির পর রাহুলের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশি ব্যবস্থার পরিবর্তে বুলেটপ্রুফ গাড়ী করে যাত্রা করার পরামর্শ দেয় কেন্দ্র। আর, তা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল।

এর আগে, রাহুল গান্ধীকে লেখা চিঠিতে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Health Minister Mansukh Mandaviya) জানান, ‘যদি এই কোভিড প্রোটোকল মেনে চলা না হয়, তাহলে নাগরিকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবং দেশকে মহামারী করোনা থেকে বাঁচাতে জাতির স্বার্থে এই ভারত জোড়ো যাত্রা বন্ধ করার অনুরোধ করছি।’

এই চিঠির পরেই 'ভারত জোড়ো যাত্রা' নিয়ে রাজনীতির অভিযোগ করে কংগ্রেস। দলের পক্ষ থেকে দাবি করা হয়, এখন তো দেশের বিভিন্ন প্রান্তে জনসভা হচ্ছে। সেখানে কোনও সমস্যা হচ্ছে না কেন্দ্রীয় সরকারের। একমাত্র ব্যতিক্রম হল রাহুল গান্ধীর 'ভারত জোড়ো যাত্রা'।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) দাবি করেন, স্বাস্থ্যমন্ত্রীর চিঠি লেখার উদ্দেশ্য কখনোই জনস্বার্থে নয়, এটি পুরোটাই ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।

রাহুল গান্ধী
Rahul Gandhi: ২০২৩ আগেই ২৪-র ঘোষণা, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী!
রাহুল গান্ধী
Karnataka: শাহ উদ্যোগে মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন যৌন হেনস্থায় অভিযুক্ত!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in