

নতুন বছরের আগেই নতুন ঘোষণা। ২০২৪-র নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। শুক্রবার, সংবাদ সংস্থা পিটিআই (PTI)-কে দেওয়া এক সাক্ষৎকারে এমনই দাবি করেছেন প্রবীণ কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ।
তিনি এদিন বলেন, 'শুধু ক্ষমতার জন্য কোনও রাজনীতি করছেন না রাহুল গান্ধী। তিনি দেশের সাধারণ মানুষকে একজোট করতে এই (ভারত জোড়ো) যাত্রা শুরু করেছেন। আর, ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে বলত গেলে, রাহুল গান্ধী শুধু বিরোধীদের মুখ নয়, তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থীও হবেন।'
পিটিআই-এর সাথে ইমেল সাক্ষাৎকারে কমল নাথ দাবি করেন, 'পৃথিবীর ইতিহাসে এত দীর্ঘ 'পদযাত্রা' আর কেউ করেনি (রাহুল গান্ধী ছাড়া)। গান্ধী পরিবার ছাড়া আর কোনও পরিবার দেশের জন্য এত ত্যাগ স্বীকার করেনি।'
২০২৪-র সাধারণ নির্বাচনী লড়াইয়ে বিজেপির তরফে প্রধানমন্ত্রীর মুখ কে হবেন সে কথা সকলেরই জানা (নরেন্দ্র দামোদর দাস মোদী)। তবে, কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রীর মুখ কে হবেন- সেই নিয়ে চলছিল বিস্তর জল্পনা। আর, সেই জল্পনা নিরসনে এগিয়ে এসেছেন প্রবীন কংগ্রেস নেতা কমল নাথ। একমাত্র কংগ্রেস নেতা হিসাবে তিনিই প্রথম ২০২৪ সালের নির্বাচনে রাহুল গান্ধীর প্রার্থীতার পক্ষে সওয়াল করেছেন।
একইসঙ্গে, যারা কংগ্রেসের সঙ্গে 'বিশ্বাসঘাতকতা' করে বিজেপির সঙ্গে যোগ দিয়েছে, তাঁদের বিরুদ্ধেও কড়া বার্তা দিয়েছেন ৭৬ বছর বয়সী মধ্যপ্রদেশের এই কংগ্রেস প্রধান। তিনি সাফ জানিয়েছেন, দলে 'বিশ্বাসঘাতকদের' কোনও স্থান নেই।'
ভবিষ্যতে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দলে ফিরে আসার কোনও সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে কমল নাথ জানিয়েছেন, 'আমি কোনও ব্যক্তির বিষয়ে মন্তব্য করব না। তবে, যারা 'বিশ্বাসঘাতক' হিসাবে দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং এর কর্মীদের বিশ্বাস ভেঙেছে, সংগঠনে তাদের জন্য কোনও স্থান নেই।'
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন