Rahul Gandhi: 'ওঁর কোনও প্রয়োজন নেই' - নীতিশের শিবির বদলের পর প্রথম মুখ খুললেন রাহুল

People's Reporter: রাহুল বলেন, "মহাগাঠবন্ধন (মহাজোট) বিহারে সামাজিক ন্যায়বিচার প্রদানের কাজ করবে। সেখানে নীতিশ কুমারের কোনো প্রয়োজন নেই"।
রাহুল গান্ধী
রাহুল গান্ধীছবি - রাহুল গান্ধীর ফেসবুক পেজ
Published on

'ইন্ডিয়া' ছেড়ে 'এনডিএ' তে যোগ দিয়েছেন জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার। নীতিশের 'বিশ্বাসঘাতকতা'র পর প্রথম মুখ খুললেন রাহুল গান্ধী। তাঁর মতে, ইন্ডিয়া-তে কোনো প্রয়োজন নেই নীতিশ কুমারের।

নীতিশ কুমারের এনডিএ তে যোগদান যে 'ইন্ডিয়া' মঞ্চের জন্য বিরাট ধাক্কা তা রাজনৈতিক বিশেষজ্ঞরা আগেই জানিয়েছেন। কিন্তু বিহারে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' কর্মসূচী থেকে নীতিশ কুমারের 'ইন্ডিয়া' ছাড়াকে গুরুত্বই দিলেন না রাহুল। তিনি বলেন, "মহাগাঠবন্ধন (মহাজোট) বিহারে সামাজিক ন্যায়বিচার প্রদানের কাজ করবে। সেখানে নীতিশ কুমারের কোনো প্রয়োজন নেই"। এই মহাগাঠবন্ধনে থাকবে কংগ্রেস, লালু প্রসাদের আর জে ডি এবং বাম দলগুলি।

এর আগে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ নীতিশের শিবির বদল নিয়ে বলেছিলেন, "নীতিশ কুমারের প্রস্থানে ইন্ডিয়া জোটে একেবারেই কোনও বিরূপ প্রভাব পড়বে না৷ অনেক নেতা স্বস্তির নিঃশ্বাস ফেলে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন এই লোকটি চলে গেছে তাই৷ এটা আমাদের কাছে পরিত্রাণ"।

প্রসঙ্গত, রবিবার এনডিএ-তে যোগ দেন নীতিশ কুমার। বিজেপির সাথে সরকার গড়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির সাথে হাত মিলিয়েই লড়াই করবে তাঁর জেডিইউ। এই নিয়ে এক দশকে পাঁচবার শিবির বদল করেছেন তিনি। শিবির বদলের পর নীতিশ বলেছিলেন, "আমি আবার পুরনো জায়গায় ফিরে এসেছি। এটাই শেষ। আর কোথাও যাওয়ার প্রশ্নই ওঠে না"।

রাহুল গান্ধী
TI Report: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) বার্ষিক সূচকে আরও ৮ ধাপ নামলো ভারত - রিপোর্ট
রাহুল গান্ধী
Hemant Soren: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দিল্লির বাসভবন থেকে বাজেয়াপ্ত নগদ ৩৬ লক্ষ ও BMW গাড়ি!
রাহুল গান্ধী
WB BJP: দলীয় নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, রয়েছে ‘আত্মহত্যায় প্ররোচণা’র অভিযোগও

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in