

'ইন্ডিয়া' ছেড়ে 'এনডিএ' তে যোগ দিয়েছেন জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার। নীতিশের 'বিশ্বাসঘাতকতা'র পর প্রথম মুখ খুললেন রাহুল গান্ধী। তাঁর মতে, ইন্ডিয়া-তে কোনো প্রয়োজন নেই নীতিশ কুমারের।
নীতিশ কুমারের এনডিএ তে যোগদান যে 'ইন্ডিয়া' মঞ্চের জন্য বিরাট ধাক্কা তা রাজনৈতিক বিশেষজ্ঞরা আগেই জানিয়েছেন। কিন্তু বিহারে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' কর্মসূচী থেকে নীতিশ কুমারের 'ইন্ডিয়া' ছাড়াকে গুরুত্বই দিলেন না রাহুল। তিনি বলেন, "মহাগাঠবন্ধন (মহাজোট) বিহারে সামাজিক ন্যায়বিচার প্রদানের কাজ করবে। সেখানে নীতিশ কুমারের কোনো প্রয়োজন নেই"। এই মহাগাঠবন্ধনে থাকবে কংগ্রেস, লালু প্রসাদের আর জে ডি এবং বাম দলগুলি।
এর আগে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ নীতিশের শিবির বদল নিয়ে বলেছিলেন, "নীতিশ কুমারের প্রস্থানে ইন্ডিয়া জোটে একেবারেই কোনও বিরূপ প্রভাব পড়বে না৷ অনেক নেতা স্বস্তির নিঃশ্বাস ফেলে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন এই লোকটি চলে গেছে তাই৷ এটা আমাদের কাছে পরিত্রাণ"।
প্রসঙ্গত, রবিবার এনডিএ-তে যোগ দেন নীতিশ কুমার। বিজেপির সাথে সরকার গড়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির সাথে হাত মিলিয়েই লড়াই করবে তাঁর জেডিইউ। এই নিয়ে এক দশকে পাঁচবার শিবির বদল করেছেন তিনি। শিবির বদলের পর নীতিশ বলেছিলেন, "আমি আবার পুরনো জায়গায় ফিরে এসেছি। এটাই শেষ। আর কোথাও যাওয়ার প্রশ্নই ওঠে না"।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন