
বুধবার লোকসভার স্পিকার ওম বিড়লার সাথে দেখা করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বিরোধীরা যে অধিবেশন চালু রাখতে চায় তা তিনি স্পষ্ট করলেন স্পিকারের কাছে। পাশাপাশি তাঁর পরিবার ও কংগ্রেস সম্পর্কে কক্ষের মধ্যে যে সকল অবমাননাকর মন্তব্য করা হয়েছে তা সরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন রাহুল গান্ধী।
গত মাসের শেষের দিক থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। প্রথম দিন থেকেই আদানি ইস্যুতে উত্তাল হয়ে ওঠে সংসদ ভবন। কংগ্রেসের পক্ষ থেকে বার বার দাবি করা হয়েছে আদানি ইস্যু নিয়ে আলোচনা হোক সংসদে। কিন্তু বিজেপি এবং ইন্ডিয়া জোটের সাংসদদের মধ্যে বচসার জেরে বার বার মুলতুবি হয়ে গেছে সংসদ। এবার সংসদ মসৃণভাবে পরিচালনার জন্য স্পিকারের সাথে বৈঠক করলেন রাহুল গান্ধী।
বৈঠক শেষে রাহুল গান্ধী বলেন, শাসক শিবির যতোই আমাদের উস্কানি দিক না কেন, আমাদের প্রমাণ করতে হবে যে আমরা হাউস চালাতে চাই। আমরা বিতর্ক ও আলোচনা চাই। আগামী ১৩ ডিসেম্বর সংবিধান বিতর্কের জন্য দিন নির্ধারিত হয়েছে। সেই বিতর্কে আমরা অংশ নিতে চাই।
অধিবেশন চলাকালীন কংগ্রেস ও গান্ধী পরিবারকে নিয়ে 'বিতর্কিত' মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সেই সমস্ত বিতর্কিত মন্তব্য রেকর্ড থেকে মুছে ফেলার আর্জি জানিয়েছেন রাহুল গান্ধী।
প্রসঙ্গত, শীতকালীন অধিবেশনে কংগ্রেসের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট হয়েছে ইন্ডিয়া জোটের শরিকদের কেউ কেউ। যার মধ্যে তৃণমূল এবং সমাজবাদী পার্টি অন্যতম। আদানি ইস্যুতে আলোচনা চায় না তৃণমূল। আদানি ইস্যুতে সংসদ ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেছিল কংগ্রেস সহ অন্যান্য ইন্ডিয়া জোটের সাংসদরা। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না তৃণমূল এবং সমাজবাদী পার্টির কোনও প্রতিনিধি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন