ব্যবসা চালাতে ১ বছরে ঘুষ দিয়েছে ৬৬% সংস্থা! অধিকাংশই গেছে সরকারি কর্মীদের পকেটে - দাবি সমীক্ষায়

People's Reporter: লোকাল সার্কল নামক একটি সংস্থা দেশের ১৮,০০০ সংস্থায় সমীক্ষা চালায়। ১৫৯টি জেলায় চলে সমীক্ষা। গত ২২ মে থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সমীক্ষাটি চলে।
ঘুষ দেওয়ার প্রতীকী ছবি
ঘুষ দেওয়ার প্রতীকী ছবিগ্রাফিক্স
Published on

ভারতে কাজ হাসিলের জন্য সরকারি আধিকারিকদের ঘুষ দিয়েছে অর্ধেকের বেশি সংস্থা। এর মধ্যে কেউ বাধ্য হয়ে ঘুষ দেন আবার কেউ দ্রুত কাজ করানোর জন্য ঘুষ দেন। সম্প্রতি একটি সমীক্ষায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

লোকাল সার্কল নামক একটি সংস্থা দেশের ১৮,০০০ সংস্থায় সমীক্ষা চালায়। ১৫৯টি জেলায় চলে সমীক্ষা। গত ২২ মে থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সমীক্ষাটি চলে। জানা যায় ৬৬% সংস্থাকে কাজের জন্য ঘুষ দিতে হয়েছে। যার মধ্যে ৫৪% সংস্থাকে বাধ্য করা হয়েছে ঘুষ দেওয়ার জন্য এবং বাকি সংস্থা বিনা বাধায় দ্রুত কাজ করানোর জন্য ঘুষ দিয়েছে।

সমীক্ষায় আরও জানা যায়, ৬৬% সংস্থার দেওয়া ঘুষের তালিকায় ৭৫% ঘুষ গেছে সরকারি দফতরগুলিতে! অধিকাংশ সংস্থা দাবি করেছে জিএসটি আধিকারিক, দূষণ বিভাগ, পুরনিগম এবং বিদ্যুৎ বিভাগে ঘুষ দিয়েছে। গত এক বছরের হিসাব এটা। ৮৩% ঘুষ দেওয়া হয়েছে নগদ টাকায় এবং বাকি ১৭% ঘুষ উপহারের মাধ্যমে দেওয়া হয়েছে।

সরকারি দফতরগুলিতে সিসিটিভি থাকলেও তার আড়ালেই চলত এই অবৈধ কাজ। বন্ধ দরজার পিছনে ঘুষ নিতেন সরকারি আধিকারিকরা। আবার ১৬% সংস্থা জানিয়েছে কাজ হাসিল বা তা মসৃণভাবে পরিচালনা করার জন্য কোনও টাকা দিতে হয়নি। সমস্ত কাজ বৈধভাবেই হয়েছে।

ডেলয়েট ইন্ডিয়ার অংশীদার আকাশ শর্মা সর্বভারতীয় সংবাদ সংস্থায় বলেন, বর্তমানে এই ধরণের অভিযোগ বেশি সামনে আসছে। সংস্থাগুলির পরিকাঠামো যাচাই করা উচিত। নয়তো ঘুষ দিয়ে অনেকেই অবৈধ কাজ করছে।

ঘুষ দেওয়ার প্রতীকী ছবি
খাদ্য সংকট, বাড়ছে মুদ্রাস্ফীতি, দেউলিয়ার মুখে বিশ্বের শতাধিক দেশ! তালিকায় নাম আছে ভারতের?
ঘুষ দেওয়ার প্রতীকী ছবি
Maharashtra: ইভিএম-এর বদলে ব্যালট ফেরানোর দাবিতে ভারত জোড়ো যাত্রার মত আন্দোলন করা হবে - নানা পাটোলে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in