রাজ্যসভাতেও গভীর রাতে ওয়াকফ বিল পাস, 'এক অভূতপূর্ব মুহূর্ত' - দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রীর

People's Reporter: নরেন্দ্র মোদী লেখেন, এটি বিশেষ করে তাঁদের সাহায্য করবে যাঁরা দীর্ঘদিন ধরে প্রান্তিকে রয়ে গেছেন। যার কারণে তাঁদের মত প্রকাশ এবং সুযোগ উভয়ই বঞ্চিত করা হয়েছে।
নরেন্দ্র মোদী
নরেন্দ্র মোদীছবি - নরেন্দ্র মোদীর ফেসবুক পেজ
Published on

সংসদের দুই কক্ষেই (রাজ্যসভা ও লোকসভা) ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হওয়ায় সকল সাংসদদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এই বিল পাস হয়েছে। এর জন্য সুবিধা পাবেন বহু প্রান্তিক মানুষ।

নিজের এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী লেখেন, সংসদের উভয় কক্ষে ওয়াকফ (সংশোধনী) বিল এবং মুসলিম ওয়াকফ (বাতিল) বিল পাস হওয়া আমাদের আর্থ-সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যে এক বিশেষ অভূতপূর্ব মুহূর্ত। এটি বিশেষ করে তাঁদের সাহায্য করবে যাঁরা দীর্ঘদিন ধরে প্রান্তিকে রয়ে গেছেন। যার কারণে তাঁদের মত প্রকাশ এবং সুযোগ সুবিধা পাওয়া সবকিছু থেকে বঞ্চিত করা হয়েছে।

তিনি আরও লেখেন, এই আলোচনায় অংশগ্রহণকারী সকল সংসদ সদস্যকে কৃতজ্ঞতা জানাই। তাঁরা সকলেই নিজেদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন এবং এই আইনগুলিকে শক্তিশালী করার ক্ষেত্রে নিজেদের মূল্যবান বক্তব্য রেখেছেন। সংসদীয় কমিটিতে যাঁরা ছিলেন তাঁদেরকেও ধন্যবাদ জানাই।

প্রধানমন্ত্রী লেখেন, কয়েক দশক ধরে ওয়াকফ ব্যবস্থায় স্বচ্ছতার অভাব ছিল। বিশেষ করে মুসলিম মহিলা, দরিদ্র মুসলিমদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। সংসদ কর্তৃক পাস হওয়া আইনগুলি স্বচ্ছতা বৃদ্ধি করবে এবং জনগণের অধিকারও সুরক্ষিত করবে।

প্রধানমন্ত্রীর মতে এই সংশোধনী বিলের কারণে পুরো ব্যবস্থাপনা আরও আধুনিক হবে। তিনি লেখেন, আমরা এখন এমন এক যুগে প্রবেশ করব যেখানে কাঠামোটি আরও আধুনিক এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি সংবেদনশীল হবে। আরও বড় কথা, আমরা প্রতিটি নাগরিকের মর্যাদাকে অগ্রাধিকার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

প্রসঙ্গত, লোকসভায় দীর্ঘ ১২ ঘন্টা আলোচনার পর রাত দুটো নাগাদ পাস হয় ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল। বিলের পক্ষে ভোট পড়ে ২৮৮টি এবং বিপক্ষে ২৩২টি। দীর্ঘ আলোচনার শেষে প্রায় ১ ঘণ্টা ৪৯ মিনিট ধরে ভোট প্রক্রিয়া চলে। সাম্প্রতিক সময়ে লোকসভায় কোনও বিষয়ে এটাই দীর্ঘতম বিতর্ক। পরে রাজ্যসভাতেও বৃহস্পতিবার গভীর রাতে ১২৮ (পক্ষে) ও ৯৫ (বিপক্ষে) ভোটের ব্যবধানে ওয়কফ (সংশোধনী) বিল পাস হয়ে যায়। তবে বিলটি এখনও আইনে পরিণত হয়নি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাক্ষর করলেই আইনে পরিণত হবে।

তবে এই বিলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস। এআইসিসির মুখপাত্র জয়রাম রমেশ শুক্রবার বলেন, ‘‘আমরা দ্রুত ‘ওয়াকফ (সংশোধনী) বিল-২০২৫’-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হব।’’ নতুন বিলে ওয়াকফ কাউন্সিলে এই প্রথম দু’জন অমুসলিমকে স্থান দেওয়ার কথা বলা হয়েছে। এটি মুসলিমদের স্বাধীন ধর্মাচরণের সাংবিধানিক অধিকারের পরিপন্থী।

কংগ্রেসের রাজ্যসভা সাংসদ তথা আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, যদি কোনও আইন কোনও ধর্মের প্রতিষ্ঠান চালাতে বাধা দেয়, তবে সেই আইন অসাংবিধানিক। ওয়াকফ মুসলিমদের ধর্মাচরণ প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অঙ্গ। নতুন সংশোধনী বিলে তাতে অবাঞ্ছিত হস্তক্ষেপের বন্দোবস্ত করা হয়েছে। 

নরেন্দ্র মোদী
Nitish Kumar: বারবার শিবির পরিবর্তন করে ভুল করেছিলাম, স্বীকার নীতিশ কুমারের
নরেন্দ্র মোদী
Manipur: গভীর রাতে সংসদে পাস মণিপুর-প্রস্তাব! আগে কেন আলোচনা নয়? - বিরোধীদের প্রশ্নের মুখে অমিত শাহ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in