
আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী ইন্ডিয়া মঞ্চের প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি বুধবার সাক্ষাৎ করলেন সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবী এবং সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজার সঙ্গে। সাক্ষাতের পর এম এ বেবী সাংবাদিকদের জানান, উপরাষ্ট্রপতি নির্বাচনে ইন্ডিয়া মঞ্চের প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে সমর্থন জানাচ্ছে সিপিআইএম।
এদিন বেবী সাংবাদিকদের বলেন, উপরাষ্ট্রপতি নির্বাচনে রাজনৈতিক, আদর্শগত এবং সাংস্কৃতিক সংগ্রাম। আর এই সংগ্রাম জারি থাকার কারণেই ইন্ডিয়া মঞ্চ একযোগে বি সুদর্শন রেড্ডিকে সমর্থন করছে।
সিপিআইএম সাধারণ সম্পাদক আরও বলেন, আমরা গর্বিত যে ভারতের সাংবিধানিক মূল্যবোধ এবং ভারতের ধারণা রক্ষার জন্য দেশের একজন অত্যন্ত যোগ্য নাগরিককে বিরোধী মঞ্চ সম্মিলিতভাবে প্রার্থী করেছে। বর্তমান সময়ে যেভাবে সাংবিধানিক মূল্যবোধের ওপর পরিকল্পিত আক্রমণ করা হচ্ছে এবং গুরুত্ব কমানোর চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে ইন্ডিয়া মঞ্চের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিরোধী মঞ্চের উপরাষ্ট্রপতি প্রার্থী বি সুদর্শন রেড্ডি জানান, তাঁর প্রার্থীপদ সমর্থন করার জন্য তিনি সিপিআইএম পলিটব্যুরো এবং সিপিআইএম কর্মীদের প্রতি কৃতজ্ঞ। এই সমর্থন আমার কাছে অনেক মূল্যবান ও অর্থবহ। তিনি আরও জানান, সুযোগ পেলে ভারতের সংবিধান রক্ষার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন।
সিপিআইএম এবং সিপিআই শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করার আগে মঙ্গলবার উপরাষ্ট্রপতি প্রার্থী ইন্ডিয়া মঞ্চভুক্ত রাজনৈতিক দল সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন।
গত ২১ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের আচমকা ইস্তফার কারণে দেশে উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিনই ভোটগ্রহণ শেষে গণনা হবে।
গত ২১ আগস্ট বিরোধী ইন্ডিয়া মঞ্চের প্রার্থী প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি তাঁর মনোনয়ন জমা দিয়েছেন। তাঁর মনোনয়ন জমা দেবার সময় উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সি পি রাধাকৃষ্ণান। ইন্ডিয়া মঞ্চের প্রার্থী বি সুদর্শন রেড্ডি তাঁর প্রতিদ্বন্দ্বীর সম্পর্কে জানিয়েছেন, সি পি রাধাকৃষ্ণানের সঙ্গে আমার কোনও ব্যক্তিগত বিরোধ নেই এবং এখনও পর্যন্ত তাঁর সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি। আমি চাই এই লড়াই একটি শালীন লড়াই হোক, যা দুই ব্যক্তির মধ্যে নয়, দুই ভিন্ন মতাদর্শের লড়াই।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন