Vice President: দক্ষিণ বনাম দক্ষিণ! উপরাষ্ট্রপতি পদে 'ইন্ডিয়া' প্রার্থী প্রাক্তন বিচারপতি

People's Reporter: উপরাষ্ট্রপতি পদের জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে মনোনীত করেছে বিরোধী শিবির।
বি সুদর্শন রেড্ডি
বি সুদর্শন রেড্ডিছবি - সংগৃহীত
Published on

এনডিএ -র পর এবার ইন্ডিয়া। জগদীপ ধনখড়ের ছেড়ে যাওয়া পদে উপরাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী বাছাই করল বিরোধী ইন্ডিয়া জোট। উপরাষ্ট্রপতি পদের জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে মনোনীত করলো বিরোধী শিবির। মঙ্গলবার দুপুরে তাঁর নাম ঘোষণা করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বাছাইয়ের জন্য সোমবার সন্ধ্যায় বৈঠক বসে মল্লিকার্জুন খাড়গের বাসভবনে। সংসদের সমস্ত বিরোধী দলের নেতারা উপস্থিত ছিলেন সেই বৈঠকে। এরপরেই মঙ্গলবার দুপুরে প্রার্থী ঘোষণা করলেন খাড়গে। বিরোধীদের তরফে প্রার্থী করা হল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন বিচারপতিকে।

খাড়গে বলেন, "প্রাক্তন বিচারপতি রেড্ডি ভারতের অন্যতম বিশিষ্ট এবং প্রগতিশীল আইনবিদ। দীর্ঘ এবং সম্মানীয় আইনি কর্মজীবনে তিনি অন্ধ্রপ্রদেশ হাই কোর্টের বিচারক হিসাবে, গুয়াহাটি হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে এবং পরে সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচারের একনিষ্ঠ এবং সাহসী সমর্থক। তাঁর অনেক রায় পড়লে জানা যাবে যে তিনি কী ভাবে দরিদ্র মানুষের পক্ষ নিয়েছেন এবং সংবিধান ও মৌলিক অধিকার রক্ষা করেছেন"।

এবার উপরাষ্ট্রপতি নির্বাচনে দক্ষিণ ভারত নীতিতে চলছে শাসক থেকে বিরোধী। উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় এনডিএ -র তরফে প্রার্থী ঘোষণা করা হয়। উপরাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী করা হয় তামিলনাড়ুর বর্ষিয়ান বিজেপি নেতা সিপি রাধাকৃষ্ণনকে। রাধাকৃষ্ণন মহারাষ্ট্রের রাজ্যপাল। মহারাষ্ট্রের আগে তিনি ঝাড়খন্ডের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব সামলেছেন। রাজ্যপাল পদ সামলানোর আগে তিনি আইনজীবী হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন।

এরপর সোমবার সন্ধ্যায় বৈঠকে বসেন বিরোধী নেতারা। জানা গেছে, ডিএমকের তরফে ইসরো-র প্রাক্তন বিজ্ঞানী তথা পদ্মশ্রীপ্রাপক এম আন্নাদুরাইয়ের নাম প্রস্তাব করা হয়। বিরোধীদের দাবি ছিল, রাধাকৃষ্ণনের বিপক্ষে ইন্ডিয়া-তামিল প্রার্থী দিক। এমনকি মহাত্মা গান্ধী প্রপৌত্র তুষার গান্ধীর নামও উঠে আসে। যদিও অবশেষে অন্ধ্রের প্রাক্তন বিচারপতির নাম চূড়ান্ত করে ইন্ডিয়া জোট। এদিন প্রার্থী নাম ঘোষণার পর

খাড়গে বলেন, "ইন্ডিয়া জোটের সব শরিক দল এই সিদ্ধান্তকে একযোগে সমর্থন করেছে। তাই ধর্মনিরপেক্ষতা ও সাংবিধানিক মূল্যবোধের ধারক এক ‘অরাজনৈতিক’ মুখকে বেছে নেওয়া হয়েছে। আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে এ ভাবেই মতাদর্শগত ভাবে সঙ্ঘের বিরুদ্ধে লড়তে চাইছে ‘ইন্ডিয়া’।"

বি সুদর্শন রেড্ডি
Vice President: NDA শিবিরের প্রার্থী ঘোষিত, সোমবার উপরাষ্ট্রপতি পদে প্রার্থী নিয়ে বৈঠকে ইন্ডিয়া মঞ্চ
বি সুদর্শন রেড্ডি
Vice President: উপরাষ্ট্রপতি পদে ইন্ডিয়া মঞ্চের প্রার্থী DMK-র তিরুচি শিবা? রাজনৈতিক মহলে জোর জল্পনা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in