Vice President: NDA শিবিরের প্রার্থী ঘোষিত, সোমবার উপরাষ্ট্রপতি পদে প্রার্থী নিয়ে বৈঠকে ইন্ডিয়া মঞ্চ

People's Reporter: রবিবার সাংবাদিক বৈঠক করে এনডিএ প্রার্থীর নাম ঘোষণা করেছেন জে পি নাড্ডা। মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণানকে উপ রাষ্ট্রপতি পদের নির্বাচনে মনোনয়ন দিয়েছে এনডিএ শিবির।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেফাইল ছবি সংগৃহীত
Published on

উপরাষ্ট্রপতি পদে এনডিএ শিবির প্রার্থী ঘোষণা করে দিলেও বিরোধী ইন্ডিয়া মঞ্চ এখনও প্রার্থীর নাম ঠিক করতে পারেনি। আগামী ৯ সেপ্টেম্বরের উপ রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন জমা দেবার শেষ তারিখ ২২ আগস্ট। সূত্র অনুসারে, আগামীকাল সোমবার সকালেই বিরোধীদের প্রার্থী ঠিক করতে বৈঠকে বসবে ইন্ডিয়া মঞ্চ। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের দফতরে সকাল সোয়া দশটা নাগাদ ওই বৈঠক শুরু হবার কথা।

রবিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে এনডিএ শিবিরের প্রার্থীর নাম ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণানকে উপ রাষ্ট্রপতি পদের নির্বাচনে মনোনয়ন দিয়েছে এনডিএ শিবির। এরপরেই ইন্ডিয়া মঞ্চের তরফে প্রার্থীর নাম নিয়ে বৈঠকে বসার কথা সামনে আসে।

আগামীকাল সকালে বিরোধী ইন্ডিয়া মঞ্চের বৈঠক হবার কথা থাকলেও ওই বৈঠকে কোন কোন বিরোধী নেতৃত্ব উপস্থিত থাকবেন তা এখনও জানা যায়নি। তবে সূত্র অনুসারে, কোনও অরাজনৈতিক ব্যক্তিত্বকেই উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন দিতে পারে ইন্ডিয়া মঞ্চ।  

কেন এই উপরাষ্ট্রপতি নির্বাচন?

গত ২১ জুলাই নাটকীয়ভাবে উপ রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। ওইদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়ে ইস্তফার কথা জানান তিনি। ইস্তফা পত্রে কারণ হিসেবে স্বাস্থ্যজনিত সমস্যার কথা উল্লেখ করেছেন তিনি। ইস্তফা দেবার দিনেও রাজ্যসভায় অধ্যক্ষ হিসাবে অধিবেশন পরিচালনা করেছিলেন তিনি। তাঁর ইস্তফার কারণেই উপরাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিজের এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতিকে লেখা চিঠি পোস্ট করেছিলেন জগদীপ ধনখড়। ৭৪ বছরের এই রাজনীতিবিদ চিঠিতে লেখেন, "নিজের স্বাস্থ্যকে প্রাধান্য দিতে চাই আমি। তাই চিকিৎসকদের পরামর্শ মেনে চলার জন্য সংবিধানের ৬৭(ক) অনুচ্ছেদ অনুসারে ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করছি।"

চিঠিতে তিনি আরও লেখেন, "মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্মানিত মন্ত্রী পরিষদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং সমর্থন আমার কাছে অমূল্য। আমি আমার দায়িত্ব পালনকালে অনেক কিছু শিখেছি।" চিঠিতে তিনি রাষ্ট্রপতিকেও "তাঁর অটল সমর্থনের" জন্য ধন্যবাদ জানান।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে
Vice President: উপ-রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণান
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে
Jagdeep Dhankhar: রাজ্যসভার কাজ শেষের ১০ মিনিট আগে একটি চিঠি, তারপর পদত্যাগ ধনখড়ের! কী হয়েছিল সেদিন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in