
ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে এখনও সরকারিভাবে ঘোষণা করা না হলেও উপরাষ্ট্রপতি নির্বাচনে (Vice President Election) সম্ভবত ইন্ডিয়া মঞ্চের (India Blok) প্রার্থী হতে চলেছেন ডিএমকে-র রাজ্যসভা সাংসদ তিরুচি এন শিবা (Tiruchi N Siva)। তিনি তামিলনাড়ু থেকে ডিএমকে-র (DMK) রাজ্যসভা সাংসদ। সূত্র অনুসারে, ডিএমকে-র পক্ষ থেকে তিরুচি এন শিবার নাম প্রস্তাব করা হয়েছে। যদিও এখনও সেই প্রস্তাব চূড়ান্ত হয়েছে কিনা তা জানা যায়নি।
রাজনৈতিক মহলের মতে, তামিলনাড়ু থেকে প্রার্থী বেছে নিয়ে ইন্ডিয়া শিবিরে যে ফাটল ধরানোর চেষ্টা করেছিল এনডিএ (NDA) শিবির, এর ফলে তা আর কার্যকরী হবেনা। যদি শেষ পর্যন্ত তিরুচি শিবা-ই উপরাষ্ট্রপতি পদে ইন্ডিয়া মঞ্চের প্রার্থী হন সেক্ষেত্রে শাসক এবং বিরোধী – দুই পক্ষের প্রার্থীই হবেন তামিলনাড়ুর (Tamilnadu)।
রবিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda) আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী হিসেবে বর্তমানে মহারাষ্ট্রর রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণান (C P Radhakrishnan)-এর নাম ঘোষণা করেন। বিজেপির বিশ্বস্ত এবং আরএসএস ঘনিষ্ঠ সি পি রাধাকৃষ্ণান তামিলনাড়ু মানুষ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তামিলনাড়ু থেকে কাউকে দাঁড় করিয়ে বিজেপি ইন্ডিয়া মঞ্চের গুরুত্বপূর্ণ শরিক ডিএমকে-র সঙ্গে কংগ্রেসের দূরত্ব বাড়াতে চেয়েছিল। যদিও ডিএমকে প্রথমেই জানিয়ে দেয় ইন্ডিয়া মঞ্চের প্রার্থী ছাড়াই অন্য কোনও প্রার্থীকে সমর্থন করার কোনও প্রশ্নই নেই।
ডিএমকে মুখপাত্র টিকেএস এলানগোভান জানান, সি পি রাধাকৃষ্ণানকে এনডিএ-র পক্ষ থেকে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করা নির্বাচনী চমক ছাড়া কিছুই নয়। তিনি আরও বলেন কোনও তামিলকে নির্বাচনে প্রার্থী করার অর্থ এই নয় যে তিনি তামিলনাড়ুর পক্ষেই থাকবেন।
কংগ্রেসের পক্ষ থেকে উপরাষ্ট্রপতি পদে ইন্ডিয়া মঞ্চের প্রার্থী বেছে নেবার জন্য সোমবার সকালে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্র অনুসারে, ওই বৈঠক থেকেই নাম উঠে এসেছে ডিএমকে-র পাঁচ বারের সাংসদ তিরুচি শিবার নাম।
গত ২১ জুলাই নাটকীয়ভাবে উপ রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। ওইদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়ে ইস্তফার কথা জানান তিনি। ইস্তফা পত্রে কারণ হিসেবে স্বাস্থ্যজনিত সমস্যার কথা উল্লেখ করেছেন তিনি। ইস্তফা দেবার দিনেও রাজ্যসভায় অধ্যক্ষ হিসাবে অধিবেশন পরিচালনা করেছিলেন তিনি। তাঁর ইস্তফার কারণেই উপরাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিরুচি এন শিবা
১৯৫৪ সালের ৬ জুন এক দলিত পরিবারে জন্ম তিরুচি এন শিবার। ১৯৯৬ সাল থেকে একটানা রাজ্যসভায় ডিএমকে-র সাংসদ তিরুচি এন শিবা। ছাত্রাবস্থা থেকেই তিনি ডিএমকে-র সঙ্গে যুক্ত। দেশে জরুরি অবস্থার সময় তিনি গ্রেপ্তার হন এবং একবছর জেলে ছিলেন। তিনি সুবক্তা এবং একাধিক গ্রন্থের রচয়িতা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন