
স্কুলে ছাত্রছাত্রীরা বসে আছে। রয়েছেন শিক্ষিকাও। কিন্তু ক্লাস হচ্ছে না। তার বদলে স্পিকারে জোরে গান চালিয়ে, চেয়ারে হাত-পা ছড়িয়ে বসে মাথায় তেল মালিশ করছেন শিক্ষিকা। এমনকি অন্য় ক্লাসরুম থেকে বেরিয়ে ওই শিক্ষিকার সেই দৃশ্য দেখে মজা নিচ্ছেন বাকি শিক্ষক শিক্ষাকর্মীরাও। সম্প্রতি সরকারি স্কুলের এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে শোরগোল শুরু হতেই ওই শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।
ঘটনাটি উত্তরপ্রদেশের বুলন্দশহরের এক প্রাথমিক স্কুলের। ‘অলোক সিংহ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ক্লাসরুমে ঢুকে ব্যাগ থেকে ফোন বার করে জোরে জোরে গান চালিয়ে দিলেন শিক্ষিকা। তার পর চেয়ারে পা ছড়িয়ে বসে একটু জিরিয়ে নিলেন তিনি। কিছু সময় বিশ্রাম নেওয়ার পর ব্যাগ থেকে তেলের শিশি বার করলেন। এরপর হাতে সামান্য তেল ঢেলে মাথায় ম্যাসাজ করতে শুরু করলেন। (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)
এমনকি শিক্ষিকার এমন আচরণে ছাত্রছাত্রীদের মুখেও হাসি। বাইরে থেকে দরজা দিয়ে ঝুঁকে পড়ে অন্য শিক্ষক বা শিক্ষাকর্মীরাও দেখছেন শিক্ষিকার এহেন আচরণ। কিন্তু কেউ ওই শিক্ষিকার এহেন আচরণের প্রতিবাদ করেননি। ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ওই শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে।
গোটা ভূমিকায় স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। জানা গেছে, দুজন অভিভাবক ওই শিক্ষিকার বিরুদ্ধে আগেই অভিযোগ জানিয়েছিলেন। ওই অভিভাবকদের দাবি, তখন ওই শিক্ষিকা তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। এমনকি লাঠিপেটাও করেছেন। আর একটি ভাইরাল ভিডিওতে সেই লাঠিপেটার দৃশ্যও দেখা গেছে। আপাতত ওই শিক্ষিকাকে জামালপুর প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। রিপোর্ট এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন