UP: ক্লাসে বসেই স্পিকারে গান চালিয়ে মাথায় তেল মালিশ! যোগীরাজ্যের শিক্ষিকার ভিডিও ভাইরাল

People's Reporter: ভিডিওতে দেখা যাচ্ছে, ক্লাসরুমে ঢুকে ব্যাগ থেকে ফোন বার করে গান চালিয়ে দিলেন দিলেন শিক্ষিকা। কিছু সময় পর ব্যাগ থেকে তেলের শিশি বার করে হাতে ঢেলে মাথায় ম্যাসাজ করতে শুরু করলেন।
মাথায় তেল মালিশ করছেন শিক্ষিকা
মাথায় তেল মালিশ করছেন শিক্ষিকাছবি - ভিডিও থেকে নেওয়া
Published on

স্কুলে ছাত্রছাত্রীরা বসে আছে। রয়েছেন শিক্ষিকাও। কিন্তু ক্লাস হচ্ছে না। তার বদলে স্পিকারে জোরে গান চালিয়ে, চেয়ারে হাত-পা ছড়িয়ে বসে মাথায় তেল মালিশ করছেন শিক্ষিকা। এমনকি অন্য় ক্লাসরুম থেকে বেরিয়ে ওই শিক্ষিকার সেই দৃশ্য দেখে মজা নিচ্ছেন বাকি শিক্ষক শিক্ষাকর্মীরাও। সম্প্রতি সরকারি স্কুলের এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে শোরগোল শুরু হতেই ওই শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।

ঘটনাটি উত্তরপ্রদেশের বুলন্দশহরের এক প্রাথমিক স্কুলের। ‘অলোক সিংহ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ক্লাসরুমে ঢুকে ব্যাগ থেকে ফোন বার করে জোরে জোরে গান চালিয়ে দিলেন শিক্ষিকা। তার পর চেয়ারে পা ছড়িয়ে বসে একটু জিরিয়ে নিলেন তিনি। কিছু সময় বিশ্রাম নেওয়ার পর ব্যাগ থেকে তেলের শিশি বার করলেন। এরপর হাতে সামান্য তেল ঢেলে মাথায় ম্যাসাজ করতে শুরু করলেন। (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)

এমনকি শিক্ষিকার এমন আচরণে ছাত্রছাত্রীদের মুখেও হাসি। বাইরে থেকে দরজা দিয়ে ঝুঁকে পড়ে অন্য শিক্ষক বা শিক্ষাকর্মীরাও দেখছেন শিক্ষিকার এহেন আচরণ। কিন্তু কেউ ওই শিক্ষিকার এহেন আচরণের প্রতিবাদ করেননি। ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ওই শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে।

গোটা ভূমিকায় স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। জানা গেছে, দুজন অভিভাবক ওই শিক্ষিকার বিরুদ্ধে আগেই অভিযোগ জানিয়েছিলেন। ওই অভিভাবকদের দাবি, তখন ওই শিক্ষিকা তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। এমনকি লাঠিপেটাও করেছেন। আর একটি ভাইরাল ভিডিওতে সেই লাঠিপেটার দৃশ্যও দেখা গেছে। আপাতত ওই শিক্ষিকাকে জামালপুর প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। রিপোর্ট এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মাথায় তেল মালিশ করছেন শিক্ষিকা
উপযুক্ত তথ্য প্রমাণের অভাব! মুম্বই ট্রেন বিস্ফোরণ মামলায় ১২ অপরাধীকেই বেকসুর খালাস বোম্বে হাইকোর্টের
মাথায় তেল মালিশ করছেন শিক্ষিকা
Kanwar Yatra: উত্তরপ্রদেশে ফের কাঁওয়ার যাত্রীদের হাঙ্গামা, এবার আক্রমণের মুখে সেনা কর্মী

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in