গুরুতর অসুস্থ প্রবীণ CPIM নেতা ভি এস অচ্যুতানন্দন, ভর্তি ICU-তে

গত ২০ অক্টোবর ৯৮ বছরে পা দিয়েছেন অচ‍্যুতানন্দন। এই বছরের শুরুর দিকেই শারীরিক অসুস্থতার কারণে রাজ‍্য প্রশাসনিকের চেয়ারপার্সন পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।
ভি এস অচ্যুতানন্দন
ভি এস অচ্যুতানন্দনছবি সৌজন্য - উইকিপিডিয়া
Published on

গুরুতর অসুস্থ প্রবীণ সিপিআইএম নেতা তথা কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি এস অচ‍্যুতানন্দন। রাজ‍্যের রাজধানী তিরুঅনন্তপুরমের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।‌ এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন তিনি।

হাসপাতালের তরফ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবীণ নেতার তীব্র গ‍্যাস্ট্রোএন্টেরাইটিস ধরা পড়েছে। এছাড়াও মূত্রনালীতে সংক্রমণ রয়েছে। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

হাসপাতালের তরফ থেকে প্রকাশিত বুলেটিন
হাসপাতালের তরফ থেকে প্রকাশিত বুলেটিনছবি সংগৃহীত

গত ২০ অক্টোবর ৯৮ বছরে পা দিয়েছেন অচ‍্যুতানন্দন। এই বছরের শুরুর দিকেই শারীরিক অসুস্থতার কারণে রাজ‍্য প্রশাসনিকের চেয়ারপার্সন পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। সদ‍্য সমাপ্ত হওয়া বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেননি তিনি।

২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত রাজ‍্যের মুখ্যমন্ত্রী ছিলেন অচ‍্যুতানন্দন। ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন। ২০১৬ সালে রাজ‍্যে সিপিআইএমের ক্ষমতা দখলের মূল কান্ডারি ছিলেন তিনি।

-With IANS Inputs

ভি এস অচ্যুতানন্দন
Kerala: ৯৮ বছরে পা দিলেন প্রবীণ সিপিআই(এম) নেতা ভি এস অচ্যুতানন্দন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in