Varanasi: বারাণসীর ভোটার তালিকায় অবিবাহিত ব্যক্তির ৫০ সন্তান - কংগ্রেসের অভিযোগে ক্ষুব্ধ স্বামীজী

People's Reporter: জিতেন্দ্রানন্দ সরস্বতী জানান, সনাতন ধর্মের পরম্পরায় কোনও গুরুর কাছে দীক্ষিত গুরুকেই পিতা মানা হয়। জন্মের সঙ্গে সম্পর্কিত না হলেও গুরুকে শিষ্যরা বাবা বলে থাকেন।
নির্বাচন কমিশন দপ্তর ও বারাণসীর সেই ভোটার তালিকা
নির্বাচন কমিশন দপ্তর ও বারাণসীর সেই ভোটার তালিকা গ্রাফিক্স আকাশ
Published on

ভোটার তালিকায় গরমিল এবং বিরোধীদের আনা ‘ভোট চুরি’র অভিযোগে যখন রাজনৈতিক মহল সরগরম তখনও উত্তরপ্রদেশের এক ভোটার তালিকা ঘিরে ফের দানা বাঁধলো বিতর্ক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভোটার তালিকার আংশিক প্রতিচ্ছবি। যে তালিকায় অবিবাহিত এক ধর্মগুরুর ৫০ জন সন্তানের নাম আছে। ওই তালিকা অনুসারে তাঁর সবথেকে বড়ো ছেলের বয়স ৭২ এবং সর্ব কনিষ্ঠ সন্তানের বয়স ২৮। এই ভোটার তালিকা তুলে ধরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস।

যে ভোটার তালিকা নিয়ে সরব কংগ্রেস সেই ভোটার তালিকায় দেখা যাচ্ছে বারাণসীর রাম জানকী মন্দিরের প্রতিষ্ঠাতা স্বামী রামকানাই দাসকে ৫০ জনের বাবা হিসেবে দেখানো হয়েছে। যার সর্বকনিষ্ঠ সন্তানের বয়স দেখানো হয়েছে ২৮ এবং জ্যেষ্ঠর বয়স দেখানো হয়েছে ৭২।

যদিও কংগ্রেসের আনা এই অভিযোগে পর ক্ষোভ প্রকাশ করেছেন স্বামী জিতেন্দ্রানন্দ সরস্বতী। তিনি জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সাধুদের পরম্পরার কথা জানেন না। এর পাশাপাশি তিনি কংগ্রেস, রাহুল গান্ধী, সঙ্গীত শিল্পী নেহা সিং রাঠোর, আরজেডি নেতা কাঞ্চন যাদবের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া পোষ্টের জন্য আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। প্রসঙ্গত, ১২ আগস্ট এই বিষয়ে উত্তরপ্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোষ্ট করার পরেই এই বিষয়ে পোষ্ট করেন নেহা সিং রাঠোর। যিনি তাঁর পোষ্টে লেখেন, "বারাণসীতে রামকমল দাসজী তাঁর ৪৩ সন্তানের সঙ্গে থাকেন। তালিকা আপনারা নিজেরাই দেখে নিন।"

জিতেন্দ্রানন্দ সরস্বতী জানিয়েছেন, সনাতন ধর্মের পরম্পরা অনুসারে কোনও ধর্মগুরুর কাছে কেউ দীক্ষিত হলে সেই গুরুকেই পিতা হিসেবে মানা হয়। তিনি ওই ব্যক্তির জন্মের সঙ্গে সম্পর্কিত না হলেও গুরুকে শিষ্যরা বাবা হিসেবেই বলে থাকেন। এখানেও সেরকমই শিষ্যরা গুরুকে বাবা হিসেবে দেখিয়েছেন। সেই কারণেই গুরুর বয়স ৫০ হলেও তাঁর কোনও শিষ্যের বয়স ৭০ হতে পারে আবার কারোর বয়স কম হতে পারে। তিনি এই বিষয়ের ব্যাখ্যা নিয়ে নির্বাচন কমিশনের কাছেও যাবেন বলে জানিয়েছেন।

এদিন উত্তরপ্রদেশ কংগ্রেসের এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) বারাণসীর এই ভোটার তালিকার ছবি পোষ্ট করে লেখা হয়েছে, “বারাণসীতে নির্বাচন কমিশনের আরেকটি অলৌকিক ঘটনা দেখুন! ভোটার তালিকায় 'রাজ কমল দাস' নামে একজনের নামে ৫০ জন ছেলের নাম রয়েছে! ছোট ছেলে রাঘবেন্দ্র - বয়স ২৮ বছর, আর বড় ছেলে বনওয়ারী দাস - বয়স ৭২ বছর! নির্বাচন কমিশন কি এই অসঙ্গতিকে কেবল একটি ত্রুটি বলে উড়িয়ে দেবে নাকি স্বীকার করবে যে প্রকাশ্যে জালিয়াতি চলছে? ভোট চুরির এই ঘটনাটি বলে দিচ্ছে যে কেবল বারাণসীর মানুষই নয়, সমগ্র গণতন্ত্র প্রতারিত হয়েছে।”

নির্বাচন কমিশন দপ্তর ও বারাণসীর সেই ভোটার তালিকা
Bihar SIR: বিহারে ভোট ‘চুরি’ করতে বিজেপির সঙ্গে ‘গোপন আঁতাত’ করেছে নির্বাচন কমিশন - তেজস্বী যাদব
নির্বাচন কমিশন দপ্তর ও বারাণসীর সেই ভোটার তালিকা
Rahul Gandhi: 'গত ১০-১৫ বছর ধরে চলছে ভোট চুরি' - নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল গান্ধী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in