Varanasi: 'অজয় রাই আমাদের সাংসদ' - বারাণসীতে 'ভোট চুরি'র প্রতিবাদে অভিনব প্রচারে কংগ্রেস, এসপি

People's Reporter: ২৪ লোকসভা নির্বাচনে বারাণসী কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস ও এসপি কর্মীরা দাবি করেছেন, ‘ভোট চুরি’ করে ওই কেন্দ্রে জয়ী হয়েছেন নরেন্দ্র মোদী।
উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাইকে সম্বর্ধনা
উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাইকে সম্বর্ধনাছবি এক্স থেকে সংগৃহীত
Published on

উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাইকে ‘বারাণসীর সাংসদ’ হিসেবে বরণ করে নিলেন কংগ্রেস ও সমাজবাদী পার্টির কর্মীরা। গত ৭ আগস্ট লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ‘ভোট চুরি’র অভিযোগের পর উত্তরপ্রদেশ কংগ্রেস অভিযোগ তুলেছে বারাণসী কেন্দ্র নিয়েও। যে কেন্দ্র থেকে ২০২৪-এর লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস ও সমাজবাদী পার্টির কর্মীরা বুধবার দাবি করেছেন, ‘ভোট চুরি’ করে ওই কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী।

২০২৪-এর লোকসভা নির্বাচনে বারাণসী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লক্ষ ৫২ হাজার ৫১৩ ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী। তিনি কংগ্রেসের অজয় রাইকে পরাজিত করেন। যদিও বুধবার এক অভিনব অনুষ্ঠানে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের কর্মীরা অজয় রাইকে ‘বারাণসীর সাংসদ’ হিসেবে সম্বর্ধনা দেন ও বরণ করে নেন।

এই প্রসঙ্গে কংগ্রেস ও সমাজবাদী পার্টির কর্মী সমর্থকরা বলেন, ভোট গণনায় প্রথম দিকের বেশ কয়েক রাউন্ডে পিছিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও শেষের দিকে তিনি এগিয়ে যান এবং ভোটে জয়ী হন।

গতকাল কংগ্রেস ও সমাজবাদী পার্টির কর্মীরা বারাণসীতে প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাইয়ের বাড়ি যান এবং লোকসভা নির্বাচনে জয়ের জন্য তাঁকে ফুল, মালা ও মিষ্টি দিয়ে সম্বর্ধনা দেন। এই সম্বর্ধনা অনুষ্ঠানে সমাজবাদী পার্টির নেতা আমন যাদব বলেন, বারাণসী কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে দেড় লক্ষ ভোটে পরাজিত হয়েছেন। কিন্তু তাঁকে জোর করে জয়ী ঘোষণা করা হয়েছে। বারাণসীর মানুষ আসলে অজয় রাইয়ের পক্ষে ভোট দিয়েছিলেন। তাই আমাদের জন্য বারাণসীর সাংসদ অজয় রাই, নরেন্দ্র মোদী নন। সারা বারাণসীর মানুষ তাই মনে করেন।

২০১৪ থেকে ২০২৪ - এক নজরে বারাণসী কেন্দ্রের তিন বারের ফলাফল

২০২৪ - পরপর তিনবার বারাণসী কেন্দ্র থেকে জয়লাভ করলেও ২০২৪ লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবথেকে কম ব্যবধানে জয়ী হন। শেষ লোকসভা নির্বাচনে বারাণসী কেন্দ্রে বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী পেয়েছিলেন ৬,১২,৯৭০ ভোট (৫৪.২৪%)। বিগত তিন বারের মধ্যে ২০২৪-এই সবথেকে কম ভোট পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রাই পেয়েছিলেন ৪,৬০,৪৫৭ ভোট (৪০.৭৪%)।

২০১৯ - ২০১৯ লোকসভা নির্বাচনে বারাণসী কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেয়েছিলেন ৬,৭৪,৬৬৪ ভোট (৬৩.৬২%) এবং প্রধান প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির প্রার্থী শালিনী যাদব পেয়েছিলেন ১,৯৫,১৫৯ ভোট (১৮.৪০%)। সেবার কংগ্রেসের অজয় রাই পেয়েছিলেন ১,৫২,৫৪৮ ভোট (১৪.৩৮%)। প্রধানমন্ত্রীর জয়ের ব্যবধান ছিল ৪,৭৯,৫০৫ ভোট।

২০১৪ - ২০১৪ লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী বারাণসী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছিলেন ৫,৮১,০২২ ভোট (৫৬.৩৭%)। সেবার তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী আম আদমি পার্টির অরবিন্দ কেজরীওয়াল পেয়েছিলেন ২,০৯,২৩৮ ভোট (২০.৩০%)। সেবার কংগ্রেসের অজয় রাই পান ৭৫,৬১৪ ভোট (৭.৩৪%) এবং বিএসপি-র বিজয় প্রকাশ জয়সোয়াল পেয়েছিলেন ৬০,৫৭৯ ভোট (৫.৮৮%)। সমাজবাদী পার্টির কৈলাস চৌরাসিয়া পেয়েছিলেন ৪৫,২৯১ ভোট (৪.৩৯%)। নরেন্দ্র মোদীর জয়ের ব্যবধান ছিল ৩,৭১,৭৮৪ ভোট।

উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাইকে সম্বর্ধনা
'Vote Chori': 'ভোট চুরি'র মত 'নোংরা শব্দবন্ধ' ব্যবহার না করে প্রমাণ সহ অভিযোগ করুন - নির্বাচন কমিশন
উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাইকে সম্বর্ধনা
'Vote Chori': রায়বেরিলি থেকে ডায়মণ্ডহারবার - ৬ কেন্দ্রে ভোটার তালিকায় গরমিলের পাল্টা অভিযোগ বিজেপির

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in