
আগামী দু’দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তার পর উত্তরাখন্ড জুড়ে লাল সতর্কতা জারি করলো রাজ্য প্রশাসন। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী রবিবার সরকারি ভাবে এই নির্দেশিকা জারি করেছেন এবং সমস্ত প্রশাসনিক কর্মীকে ২৪ ঘণ্টা সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। গতকালই ভারতীয় আবহাওয়া দপ্তরের (IMD) পক্ষ থেকে সেপ্টেম্বর মাসেও দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে।
গতকাল উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে দেরাদুন, তেহরি, পোউরি এবং হরিদ্বারের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এই সব অঞ্চলে আজ সোমবার এবং মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। এছাড়াও ২ সেপ্টেম্বর দেরাদুন, উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, চামোলি এবং বাগেশ্বরের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরাখন্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেরাদুন, তেহরি, পৌরি এবং চম্পাবত সহ বিভিন্ন জেলায় আগামী দু’দিন সব স্কুল বন্ধ থাকবে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের পরেই রাজ্যের বিপর্যয় মোকাবিলা এবং পুনর্বাসন দপ্তরের সচিব বিনোদ কুমার সুমনের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। তিনি রাজ্যের জরুরি পরিষেবা বিভাগকেও আগামী দু’দিন সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই দু’দিনে বিভিন্ন অঞ্চলে হড়পা বান, ভূমিধস এবং জল জমে যাবার সম্ভাবনা আছে।
এছাড়াও প্রশাসনিক আধিকারিকদের সমস্ত নদীর জলের মাত্রায় কড়া নজরদারি করার নির্দেশ দিয়েছেন তিনি। আগামী কয়েকদিন দিন রাত সবসময় নদীর জলের মাত্রা নজরে রাখতে হবে। কারণ অতি বৃষ্টির কারণে যে কোনও নদীর জল যে কোনও সময় বেড়ে বিপদ হতে পারে।
ভারতীয় আবহাওয়া বিভাগ-এর (IMD) পক্ষ থেকে আজ সোমবার হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও আবহাওয়া দপ্তর আগামী দু’দিন পূর্ব রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজাফফারাবাদ, ওড়িশা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের বিচ্ছিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে।
ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, গুজরাট, মহারাষ্ট্র, কেরালা এবং মাহে, কোঙ্কন এবং গোয়াতে এই মাসের ৩ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলেও আগামী ৫ দিন একই রকম আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন