
তৃতীয় দফায় আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠানো হল অবৈধবাসী ভারতীয়দের। জানা যাচ্ছে এই দফায় ১১২ জনকে পাঠানো হয়েছে। রবিবার রাতে পাঞ্জাবের অমৃতসর বিমান বন্দরে নামে বিমানটি।
ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর গত ৫ ফেব্রুয়ারি ভারতে প্রথম দফায় অবৈধবাসীদের ফেরত পাঠানো হয়। প্রথম দফায় ১০৪ জন, শনিবার দ্বিতীয় দফায় ১১৬ জনকে নিয়ে অমৃতসর বিমানবন্দরে নেমে ছিল মার্কিন সামরিক বিমান। এরপর রবিবার রাত ১০টা নাগাদ তৃতীয় দফায় ১১২ জন অবৈধবাসী ভারতীয়দের নিয়ে অমৃতসর বিমানবন্দরে নামল মার্কিন বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমান। অমৃতসরের ডেপুটি কমিশনার সাক্ষী শাওনী জানান, 'ফ্লাইটে ১১২ জন এসেছেন। তাঁদের যা যা প্রয়োজন সমস্ত কিছুই দেওয়া হয়েছে। তাঁদের বাড়ি ফেরার ব্যবস্থাও আমরা করি।'
সর্বভারতীয় এক সংবাদ সংস্থা সূত্রে খবর, ১১২ জনের মধ্যে সবথেকে বেশি বাসিন্দা রয়েছে হরিয়ানার, ৪৪ জন। ৩৩ জন গুজরাটের, ৩১ জন পাঞ্জাবের, উত্তরপ্রদেশের ২ জন, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের একজন করে বাসিন্দা রয়েছেন।
দ্বিতীয় দফার আগে অবৈধবাসী ভারতীয়দের বার বার অমৃতসর বিমানবন্দরে নামানো নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি বলেন, "কেন অবৈধবাসীদের নিয়ে আমেরিকা থেকে আসা বিমান শুধু পাঞ্জাবেই নামছে? দেশের রাজধানী দিল্লিতে কেন সেই বিমান অবতরণ করছে না? বিদেশমন্ত্রককে জানাতে হবে কোন কারণে তারা পাঞ্জাবেই বিমান অবতরণের অনুমতি দিচ্ছে? এটা একটা চক্রান্ত। গোটা দেশের কাছে পাঞ্জাবকে ছোটো করার জন্য অমৃতসরে বিমান নামানো হচ্ছে। যেন শুধু পাঞ্জাবিরাই অবৈধ ভাবে আমেরিকায় যান, এই বার্তা দেওয়ার চেষ্টা চলছে।"
প্রসঙ্গত, মার্কিন সফরে এক সাংবাদিক ভারতীয় অভিবাসীদের বিষয়ে মোদির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, "কেউ অবৈধভাবে অন্য দেশে প্রবেশ করলে, তাদের সেই দেশে থাকার অধিকার নেই। ভারত এবং যুক্তরাষ্ট্র সবসময়ই আইনের শাসনকে গুরুত্ব দিয়ে এসেছে।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন