
নিউ দিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় তদন্ত শুরু করল দিল্লি পুলিশ। পুলিশ সূত্র অনুসারে, ঘটনার সিসিটিভি ফুটেজ খতিতে দেখে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। গতকাল রাতের ওই ঘটনায় কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুসারে, ভারতীয় রেলের পক্ষ থেকে নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা এবং আহতদের আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক এক্স বার্তায় (পূর্বতন ট্যুইটার) জানিয়েছেন, “নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় আমি মর্মাহত। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের সকলের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। কর্তৃপক্ষ এই পদপিষ্ট হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলকে সহায়তা করছে।”
প্রত্যক্ষদর্শীদের মতে, ভুল ঘোষণার কারণে প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এক প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে জানানো হয়েছে, প্রয়াগরাজ স্পেশাল ১২ নম্বর প্ল্যাটফর্মে আসার কথা ছিল। যা ১৬ নম্বর প্ল্যাটফর্মে আসবে বলে জানানো হয়। এরপর অপেক্ষারত যাত্রীরা সকলেই হুড়োহুড়ি করে ১৬ নম্বর প্ল্যাটফর্মে যেতে চান। ফলে দুর্ঘটনা ঘটে।
যদিও পুলিশ সূত্র অনুসারে, প্রয়াগরাজ এক্সপ্রেস ১৪ নম্বর প্ল্যাটফর্মে ছিল এবং সেখানে প্রচুর যাত্রী ভিড় করেছিলেন। একই সময় প্রয়াগরাজ হয়ে যাওয়া অন্য দুই ট্রেন স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস দেরিতে চলছিল। এই দুই ট্রেনের যাত্রীরাও ১২, ১৩ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন।
নিউ দিল্লি রেল স্টেশনের মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এক এক্স বার্তায় (পূর্বতন ট্যুইটার) তিনি বলেন, “নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে একাধিক মৃত্যু ও আহতের খবর অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। আমি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”
রাহুল গান্ধী আরও বলেন, “এই ঘটনা আবারও রেল কর্তৃপক্ষের ব্যর্থতা এবং সরকারের অসংবেদনশীলতাকে তুলে ধরে। প্রয়াগরাজে বিপুল সংখ্যক ভক্তদের যাত্রার কথা বিবেচনা করে, স্টেশনে আরও ভালো ব্যবস্থা করা উচিত ছিল। অব্যবস্থা এবং অবহেলার কারণে কাউকে যেন প্রাণ হারাতে না হয় তা সরকার এবং প্রশাসনের নিশ্চিত করা উচিত।”
এই ঘটনার পর শোক প্রকাশ করে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে মহিলা ও শিশুসহ বহু মানুষের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। ঈশ্বর মৃতদের আত্মার শান্তি দান করুন। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী এক এক্স বার্তায় জানিয়েছেন, “এটা অত্যন্ত দুঃখজনক যে রেলওয়ের গুরুতর অবহেলার কারণে, প্রয়াগরাজ মহাকুম্ভে যাওয়ার জন্য নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে বিশাল জনতার ভিড়ে পদপিষ্ট হয়ে অনেক মানুষ মারা গেছেন এবং আহত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের প্রতি আমার গভীর সমবেদনা। সরকারের উচিত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্তদের পূর্ণ সহায়তা প্রদান করা।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন