
সৌরবিদ্যুৎ প্রকল্পে ঘুষ দেওয়ার প্রস্তাবের অভিযোগে আরও চাপে শিল্পপতি গৌতম আদানি। তাঁর বিরুদ্ধে একই সাথে দেওয়ানি ও ফৌজদারি মামলা চলার নির্দেশ দিল মার্কিন আদালত।
শুক্রবার এই নির্দেশ জারি করে নিউ ইয়র্কের ইস্টার্ন ডিসট্রিক্ট কোর্ট। সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ভারত সরকারের আধিকারিকদের ২২৩৭ কোটিরও বেশী টাকার ঘুষ দেওয়ার প্রস্তাবের অভিযোগ ওঠে আদানির বিরুদ্ধে। এই সংক্রান্ত ৩টি মামলা হয় মার্কিন মুলুকে। মামলাগুলির একসাথে শুনানি হবে বলে জানিয়েছে আদালত।
৩টি মামলা হল ইউএস বনাম আদানি ও অন্যান্যরা (আদানির বিরুদ্ধে ফৌজদারি মামলা), সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বনাম আদানি ও অন্যান্যরা (আদানির বিরুদ্ধে দেওয়ানি মামলা), এবং এসইসি বনাম ক্যাবানেস (অন্য অভিযুক্তদের বিরুদ্ধে দেওয়ানি মামলা)। এই মামলাগুলি বিচারের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা জজ নিকোলাস জি গারাফিসকে।
প্রসঙ্গত, গৌতম আদানির সংস্থা আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সাথে এক মার্কিন সংস্থা অ্যাজুরে পাওয়ারের চুক্তি হয়। যৌথ উদ্যোগে ১২ গিগাওয়াট সৌরশক্তি বিভিন্ন রাজ্যে বিক্রি করা হবে - এমনই লক্ষ্য ছিল প্রকল্পটির। প্রকল্পটি বিপুল লাভজনক। ২০ বছরে সংস্থাটি প্রায় ১৭ হাজার কোটি টাকা লাভ করত। এই প্রকল্পের জন্যই ঘুষ দিতে চেয়েছিলেন আদানি। গত ২১ নভেম্বর ইস্টার্ন ডিসট্রিক্ট কোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ‘প্রমাণ-সহ অভিযোগপত্র’ (ইনডিক্টমেন্ট) পেশ করেছিল আমেরিকার ন্যায়বিচার দফতর এবং বাজার নিয়ন্ত্রক এসইসি সংস্থা এসইসি। অভিযোগ, ঘুষের কথা গোপন করেই আমেরিকা ব্যাঙ্ক এবং আমেরিকার লগ্নিকারীদের থেকে প্রকল্পের জন্য কোটি কোটি টাকা তোলে আদানি গ্রিন এনার্জি লিমিটেড।
গৌতম আদানি ছাড়া অন্যান্য অভিযুক্তরা হলেন তাঁর ভাইপো সাগর আদানি, 'আদানি গ্রিন এনার্জি লিমিটেডে'র সিইও বিনীত জৈন, রূপেশ আগরওয়াল, রঞ্জিত গুপ্ত, সৌরভ আগরওয়াল, দীপক মালহোত্রা এবং অস্ট্রেলিয়া-ফ্রান্সের দ্বৈত নাগরিক সিরিল ক্যাবানেস।
প্রস্তাবিত সৌর বিদ্যুৎ প্রকল্পটি রূপায়ণের জন্য ভারতের পাঁচটি রাজ্য বাছা হয়। এই রাজ্যগুলি হল - তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ছত্তীসগঢ় এবং জম্মু ও কাশ্মীর। অভিযোগ, এই রাজ্যগুলির আধিকারিকদেরই ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন আদানি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন