Bihar: নীতিশের জন্য 'দরজা খোলা'! বিহারের রাজনীতিতে ফের নয়া সমীকরণ? লালুর মন্তব্যে জল্পনা তুঙ্গে

People's Reporter: বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে লালুপ্রসাদ যাদব বলেন, 'নীতিশের জন্য দরজা খোলা আছে। তাঁরও উচিত দরজা খুলে দেওয়া'।
লালুপ্রসাদ যাদব ও নীতিশ কুমার
লালুপ্রসাদ যাদব ও নীতিশ কুমার ফাইল ছবি
Published on

বছরের শুরুতেই বিহারের রাজনীতিতে নয়া সমীকরণ? বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের একটি মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়েছে। তিনি জানান, নীতিশ কুমারের জন্য 'দরজা সবসময় খোলা'। তাহলে কি এনডিএ ছেড়ে ফের 'ইন্ডিয়া' জোটে আসতে চলেছেন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ?

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব বলেন, 'নীতিশের জন্য দরজা খোলা আছে। তাঁরও উচিত দরজা খুলে দেওয়া। দরজা খোলা থাকলে উভয় পক্ষের যাতায়াত সহজতর হবে'। তবে লালুপ্রসাদ যাদবের এই মন্তব্য নিয়ে পরে নীতিশকে প্রশ্ন করা হলে কিছুটা অপ্রস্তুত দেখায় তাঁকে। একটু রেগে গিয়েই তিনি সাংবাদিকদের বলেন, "কেয়া বোল রহে হ্যায় আপ? (আপনি কী বলছেন?)"

বাবার মন্তব্যকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ ছেলে তেজস্বী যাদব। তিনি বলেন, 'উনি শুধুমাত্র সাংবাদিকদের এক প্রশ্নের প্রেক্ষিতে একটি উত্তর দিয়েছেন। এর থেকে বেশি কিছু নয়।'

জেডি(ইউ) নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী লালন সিং বলেন, "এনডিএ এখন মজবুত অবস্থানে রয়েছে। লালু যাদব যা খুশি বলতে পারেন, এটি একটি স্বাধীন দেশ। তাতে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই।"

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি মাসে আরজেডি-র হাত ছেড়ে এনডিএ-তে যোগ দেন নীতিশ কুমার। বিজেপির হাত ধরে সরকার গড়ে ফের মুখ্যমন্ত্রী পদে বসেন। লোকসভা নির্বাচনেও বিজেপির সাথে হাত মিলিয়েই লড়াই করে তাঁর জেডিইউ। তবে নীতিশ কুমারকে নিয়ে এই জল্পনার যথেষ্ট কারণ আছে। এক দশকে পাঁচবার শিবির বদলানোর রেকর্ড রয়েছে তাঁর। শেষবার শিবির বদলের পর নীতিশ বলেছিলেন, "আমি আবার পুরনো জায়গায় ফিরে এসেছি। এটাই শেষ। আর কোথাও যাওয়ার প্রশ্নই ওঠে না"।

লালুপ্রসাদ যাদব ও নীতিশ কুমার
Manipur: ১৯ মাস পর মণিপুর হিংসার ঘটনায় ক্ষমা চেয়েও কংগ্রেসকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং
লালুপ্রসাদ যাদব ও নীতিশ কুমার
Tamil Nadu: বছরের শেষে খুলে গেল দেশের প্রথম সমুদ্রের উপর কাঁচের সেতু, উদ্বোধন করলেন স্ট্যালিন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in