
বছরের শেষে খুলে গেল দেশের প্রথম সমুদ্রের উপর কাচের সেতু। সোমবার, ৩০ ডিসেম্বর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই সেতুর উদ্বোধন করেন। কন্যাকুমারীর বিবেকানন্দ মেমোরিয়াল এবং তিরুভাল্লুভার মূর্তির মধ্যে এই সেতুর মাধ্যমে যোগসূত্র তৈরি করেছে তালিমনাড়ু সরকার।
তামিলনাড়ুর এই কাঁচের সেতুটির দৈর্ঘ্য ৭৭ মিটার (২৫২ ফুট) এবং চওড়া ১০ মিটার। ধনুকাকৃতির এই সেতু তৈরি করতে তামিলনাড়ু সরকার ব্যয় করেছে ৩৭ কোটি টাকা। এর আগে ১৩৩ ফুট লম্বা তিরুভাল্লুভার মূর্তি দর্শনের জন্য কন্যাকুমারী জেটি ঘাট থেকে ফেরি পরিষেবা নিয়ে বিবেকানন্দ মেমোরিয়াল হয়ে সেখানে পৌঁছাতে হত। তবে নতুন এই সেতু দিয়ে পায়ে হেঁটেই বিবেকানন্দ মেমরিয়াল থেকে তিরুভাল্লুভার মূর্তি পৌঁছে যাওয়া যাবে।
সোমবার সেতুটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার পর কাঁচের সেতুটি পারাপার করেন মুখ্যমন্ত্রী নিজেও। এই সংক্রান্ত একটি ভিডিও তিনি নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন। সেতু পারাপারের সময় সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। কাঁচের এই সেতুটি যথেষ্ট মজবুত এবং এর আকারও চোখ জুড়ানো। পাশাপাশি, এর উপর দিয়ে হাঁটলে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে দর্শনার্থীদের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন