Tamil Nadu: বছরের শেষে খুলে গেল দেশের প্রথম সমুদ্রের উপর কাঁচের সেতু, উদ্বোধন করলেন স্ট্যালিন

People's Reporter: তামিলনাড়ুর এই কাঁচের সেতুটির দৈর্ঘ্য ৭৭ মিটার (২৫২ ফুট) এবং চওড়া ১০ মিটার। এই ধনুকাকৃতির সেতু তৈরি করতে তামিলনাড়ু সরকার ব্যয় করেছে ৩৭ কোটি টাকা।
দেশের প্রথম কাঁচের সেতু উদ্বোধন করছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী
দেশের প্রথম কাঁচের সেতু উদ্বোধন করছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছবি - স্ট্যালিনের এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

বছরের শেষে খুলে গেল দেশের প্রথম সমুদ্রের উপর কাচের সেতু। সোমবার, ৩০ ডিসেম্বর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই সেতুর উদ্বোধন করেন। কন্যাকুমারীর বিবেকানন্দ মেমোরিয়াল এবং তিরুভাল্লুভার মূর্তির মধ্যে এই সেতুর মাধ্যমে যোগসূত্র তৈরি করেছে তালিমনাড়ু সরকার।

তামিলনাড়ুর এই কাঁচের সেতুটির দৈর্ঘ্য ৭৭ মিটার (২৫২ ফুট) এবং চওড়া ১০ মিটার। ধনুকাকৃতির এই সেতু তৈরি করতে তামিলনাড়ু সরকার ব্যয় করেছে ৩৭ কোটি টাকা। এর আগে ১৩৩ ফুট লম্বা তিরুভাল্লুভার মূর্তি দর্শনের জন্য কন্যাকুমারী জেটি ঘাট থেকে ফেরি পরিষেবা নিয়ে বিবেকানন্দ মেমোরিয়াল হয়ে সেখানে পৌঁছাতে হত। তবে নতুন এই সেতু দিয়ে পায়ে হেঁটেই বিবেকানন্দ মেমরিয়াল থেকে তিরুভাল্লুভার মূর্তি পৌঁছে যাওয়া যাবে।

সোমবার সেতুটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার পর কাঁচের সেতুটি পারাপার করেন মুখ্যমন্ত্রী নিজেও। এই সংক্রান্ত একটি ভিডিও তিনি নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন। সেতু পারাপারের সময় সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। কাঁচের এই সেতুটি যথেষ্ট মজবুত এবং এর আকারও চোখ জুড়ানো। পাশাপাশি, এর উপর দিয়ে হাঁটলে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে দর্শনার্থীদের।

দেশের প্রথম কাঁচের সেতু উদ্বোধন করছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী
Kerala: কেরালা সম্পর্কে বিজেপি নেতার মন্তব্য গভীরভাবে বিদ্বেষপূর্ণ এবং চরম নিন্দনীয় - পিনারাই বিজয়ন
দেশের প্রথম কাঁচের সেতু উদ্বোধন করছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী
Tamilnadu: সাংবিধানিক মূল্যবোধ বিরোধী কথা বলার আগে ইস্তফা দিন - রাজ্যপালকে হুঁশিয়ারি DMK সহ অন্যদের
দেশের প্রথম কাঁচের সেতু উদ্বোধন করছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী
মনমোহন সিং থেকে রতন টাটা, সীতারাম ইয়েচুরি থেকে জাকির হোসেন... ২০২৪-এ আমরা যে প্রথিতযশাদের হারালাম

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in