
জাতি তুলে গালিগালাজ। প্রতিবাদ করায় দলিত ছাত্রের দুই হাত নৃশংস ভাবে কেটে নেওয়ার অভিযোগ উঠল তিন উচ্চ বর্ণের যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর শিবগঙ্গাই জেলায়। ওই তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, আক্রান্ত যুবকের নাম আয়াস্বামী। তিনি তৃতীয় বর্ষের ছাত্র। বুধবার কাকা ভূমিনাথের বাড়িতে গিয়েছিলেন আয়াস্বামী। বাইকে করে সেখান থেকে বাড়ি ফেরার পথে তিন জন উচ্চ বর্ণের যুবক তাঁর রাস্তা আটকায়। অভিযোগ, প্রথমে তাঁকে জাত তুলে গালিগালাজ করা হয়। প্রতিবাদ করায় প্রথমে আয়াস্বামীকে রাস্তায় ফেলে মারধর করা হয়।
আয়াস্বামীর মায়ের অভিযোগ, এরপরেই আচমকা ধারালো অস্ত্র বার করেন ওই তিন যুবক। হামলা চালায় আয়াস্বামীর উপর। স্থানীয়রা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও পারেননি। হামলাকারীরা আয়াস্বামীকে টানতে টানতে নিয়ে যান। তারপর ধারালো অস্ত্র দিয়ে তাঁর দু’হাত কেটে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় আয়াস্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়।
ওই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন – বিনোদ, এশ্বরন এবং বল্লারাসুর। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) –এর অধীনে ২৯৪বি, ১২৬, ১১৮-১, ৩৫১-৩ ধারায় একাধিক মামলা রজু করা হয়েছে। এছাড়া তফসিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের ধারা ৩ (১) (আর) এবং ৩ (১) (এস) -তে মামলা রজু হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন