UP: বালিয়াতে অফিসে ঢুকে দলিত ইঞ্জিনিয়ারকে জুতো দিয়ে মার - গ্রেপ্তার বিজেপি কর্মী

People's Reporter: লাল সিং জানিয়েছেন, মুন্না বাহাদুর কয়েকজনকে নিয়ে অনুমতি ছাড়াই অফিসে ঢোকে, তাঁর উদ্দেশ্যে জাতিভিত্তিক কটূক্তি করে এবং এরপরেই তাঁকে যথেচ্ছভাবে লাথি, চড় এবং জুতো দিয়ে মারতে শুরু করেন।
অফিসে ঢুকে দলিত ইঞ্জিনিয়ারকে মারধোর বিজেপি কর্মীর
অফিসে ঢুকে দলিত ইঞ্জিনিয়ারকে মারধোর বিজেপি কর্মীরছবি - ঘটনার ভিডিও থেকে স্ক্রিনশট
Published on

এক দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা করার অভিযোগে উত্তরপ্রদেশের বালিয়া জেলার এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করলো পুলিশ। ইঞ্জিনিয়ারের অফিসে ঢুকে তাঁকে জুতো দিয়ে মারেন ওই বিজেপি নেতা। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শনিবার এই ঘটনা ঘটে বলে জানা গেছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার।

রবিবার বালিয়া পুলিশ জানিয়েছে, এক দলিত ইঞ্জিনিয়ারকে তাঁর অফিসে ঢুকে জুতো দিয়ে মারধোর করার অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা গেছে বিদ্যুৎ বিভাগের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার লাল সিং-এর দপ্তরে ঢুকে তাঁর সঙ্গে বচসায় জড়ান ওই বিজেপি কর্মী। এরপরেই নিজের জুতো খুলে ওই ইঞ্জিনিয়ারকে মারতে শুরু করেন ওই বিজেপি কর্মী। লাল সিং-এর অভিযোগ অনুসারে, ওই বিজেপি কর্মীর নাম মুন্না বাহাদুর।

নিজের অভিযোগে লাল সিং জানিয়েছেন, মুন্না বাহাদুর নামের এক ব্যক্তি সঙ্গে কয়েকজনকে নিয়ে কোনও অনুমতি ছাড়াই তাঁর অফিসে প্রবেশ করেন। তাঁকে নিগ্রহ করার আগে ওই ব্যক্তিরা তাঁর উদ্দেশ্যে জাতিভিত্তিক কটূক্তি করেন এবং এরপরেই তাঁকে যথেচ্ছভাবে লাথি, চড় এবং জুতো দিয়ে মারতে শুরু করেন।

অভিযোগে লাল সিং আরও জানিয়েছেন, অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাগজ, ফাইল আক্রমণকারীরা ছিঁড়ে দেন। এছাড়াও লাল সিং যদি এই ঘটনার অভিযোগ থানায় জানায় তাহলে পরিবার সহ তাঁকে মেরে ফেলারও হুমকি দেয় আক্রমণকারীরা।

যদিও গ্রেপ্তারির আগে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন মুন্না বাহাদুর। তাঁর বক্তব্য অনুসারে, তিনি ওই ইঞ্জিনিয়ারের দপ্তরে গেছিলেন বিদ্যুৎ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে স্মারকলিপি জমা দিতে। তখন ওই ইঞ্জিনিয়ার লাল সিং তাদের উদ্দেশ্যে জাতিগত কটূক্তি করেন। এরপরেই তাঁরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তিনি নিজেকে আক্রান্ত বলেও দাবি করেন।

এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা এবং জেলা সভাপতি সঞ্জয় মিশ্র জানিয়েছেন, মুন্না বাহাদুর তাদের দলের সক্রিয় কর্মী এবং আগে দলের কার্যকর্তা ছিলেন। তিনি আরও জানান, বিজেপি এই বিষয়ে কী সিদ্ধান্ত নেবে তা জানার জন্য তিনি উচ্চতর নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করবেন।

ঘটনার ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোষ্ট করে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব লেখেন, ক্ষমতার অর্থ কাউকে আক্রমণ করা নয়। ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং এসসি/এসটি (প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস) আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে।

অফিসে ঢুকে দলিত ইঞ্জিনিয়ারকে মারধোর বিজেপি কর্মীর
Dalit Assault: বাড়ি ভাড়া নিয়ে বিয়ের অনুষ্ঠান কেন? উত্তরপ্রদেশে বিয়েবাড়িতে ঢুকে দলিত পরিবারকে মারধোর
অফিসে ঢুকে দলিত ইঞ্জিনিয়ারকে মারধোর বিজেপি কর্মীর
Dalit Assault: দলিত নিগ্রহের অভিযোগ! ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in