Unnao Rape Case: উন্নাও ধর্ষণকান্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুলদীপ সেনগারের জামিন

People's Reporter: উন্নাও ধর্ষণ কান্ডের মূল আসামী এক সময়ের বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগার। ২০১৭ সালে উন্নাওতে এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে তাঁকে জেলে যেতে হয়। খারিজ হয়ে যায় বিধায়ক পদও।
কুলদীপ সিং সেনগার
কুলদীপ সিং সেনগারফাইল ছবি দ্য ট্রিবিউন থেকে সংগৃহীত
Published on

উন্নাও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বহিষ্কৃত বিজেপি নেতা কুলদীপ সিং সেনগারকে জামিন দিল দিল্লি হাইকোর্ট। ব্যক্তিগত ১৫ লক্ষ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করা হয়েছে। উত্তরপ্রদেশের উন্নাও ধর্ষণ কান্ডের মূল আসামী এক সময়ের বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগার। ২০১৭ সালে উন্নাওতে এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে তাঁকে জেলে যেতে হয়। খারিজ হয়ে যায় বিধায়ক পদও।

মঙ্গলবার দিল্লি হাইকোর্টে বিচারপতি সুব্রহ্মনিয়াম প্রসাদ এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চ কুলদীপ সিং সেনগারের জামিনের আদেশ দেন। ব্যক্তিগত ১৫ লক্ষ টাকার বন্ড ছাড়াও তাঁর জামিনের জন্য আরও তিন জনকে ১৫ লক্ষ টাকা করে বন্ড জমা দিতে হবে। জামিনের মূল শর্ত, নির্যাতিতার বাড়ির ৫ কিলোমিটার এলাকার মধ্যে তিনি ঢুকতে পারবেন না। জামিনের শর্ত ভঙ্গ হলে তাঁকে আবার জেলে ফিরতে হবে।

২০১৯ সালের ১ আগস্ট সুপ্রিম কোর্টের নির্দেশে উন্নাও মামলা উত্তরপ্রদেশের এক ট্রায়াল কোর্ট থেকে দিল্লিতে নিয়ে আসা হয়। ধর্ষণের মামলা ছাড়াও কুলদীপ সিং সেনগারের বিরুদ্ধে নির্যাতিতার পুলিশি হেফাজতে মৃত্যুর অভিযোগও আছে। নির্যাতিতার বাবার রহস্য মৃত্যুতে ফের সেনগারকে দোষী সাব্যস্ত করে আদালত এবং তাঁকে ১০ বছরের কারাদন্ড ও ১০ লক্ষ টাকা জরিমানার সাজা শোনানো হয়। যে মামলা এখনও বিচারাধীন। এর আগে ২০২৩ সালের জানুয়ারি মাসে পারিবারিক অনুষ্ঠানের জন্য দু’মাসের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি।

উন্নাও ধর্ষণ কান্ড

উত্তরপ্রদেশের রাজনীতিতে প্রভাবশালী বিজেপি নেতা ও বিধায়ক কুলদীপ সিং সেনগার ২০১৭ সালের এক ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রমাণিত হন। তাঁর বিরুদ্ধে এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ ওঠে। পরে পুলিশি হেফাজতে নির্যাতিতার বাবার মৃত্যুর ঘটনাতেও তিনি দোষী সাব্যস্ত হন।

এক সাক্ষাৎকারে নির্যাতিতা তরুণী জানিয়েছিলেন, বিজেপি বিধায়ক তাঁদের পারিবারিক বন্ধু ছিলেন। তিনি নিজে ও তাঁর বোনেরা কুলদীপ সেনগারকে ভাই বলে ডাকতেন। ২০১৯ সালের ১৩ এপ্রিল প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমায় ঘরের ভিতর যেতে বলা হয়েছিল, যে ঘরে ও (সেঙ্গার) আমায় ধর্ষণ করে। তারপর আমায় বলা হয়, যদি আমি এ নিয়ে মুখ খুলি তাহলে আমার বাবা ও পুরো পরিবারকে খুন করা হবে। আমি প্রথমে কাউকে কিছু বলিনি। এরপর ওর কিছু লোকজন আমাকে ফের অপহরণ করে। ওরা আমায় গণধর্ষণ করে একজনের কাছে বিক্রি করে দেয়, যেখান থেকে আমায় উদ্ধার করা হয়।’

বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হবার পর তাঁকে বিজেপি থেকে বহিষ্কার করা হয় এবং তাঁর বিধায়ক পদ খারিজ হয়ে যায়। যদিও ২০২১ সালে উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনে ফতেপুর চৌরাসি আসন থেকে কুলদীপ সিং সেনগারের স্ত্রীকে মনোনয়ন দেয় বিজেপি। যা নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনার পর নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান তাঁর স্ত্রী সঙ্গীতা সেনগার।

কুলদীপ সিং সেনগার
উন্নাও ধর্ষণ কাণ্ডে প্রাক্তন BJP MLA কুলদীপ সেঙ্গারকে অন্তর্বর্তীকালীন জামিন দিল্লি হাইকোর্টের
কুলদীপ সিং সেনগার
বিজেপির টিকিটে ভোটে লড়ছেন উন্নাও ধর্ষণ-কান্ডে সাজাপ্রাপ্ত কুলদীপ সেঙ্গারের স্ত্রী

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in