১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও কর। শনিবার বাজেট পেশ করার সময় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে এই আয়ের মধ্যে যদি ক্যাপিটাল গেইন থাকে তাহলে কর ছাড় দেওয়া হবে না।
এদিন বাজেটে নতুন কর কাঠামোয় করের নয়া স্ল্যাব ঘোষণা করেন অর্থমন্ত্রী। সেই কাঠামো অনুযায়ী বার্ষিক ৪ লক্ষ টাকা পর্যন্ত করের হার শূন্য। ৪-৮ লক্ষ টাকা বার্ষিক আয়ে ৫ শতাংশ কর দিতে হবে। ৮-১২ লক্ষ টাকা দায়ে কর দিতে হবে ১০ শতাংশ। ১২-১৬ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১৫ শতাংশ কর প্রদান করতে হবে। ১৬-২০ লক্ষ টাকা বার্ষিক আয়ে করের হার ২০ শতাংশ। ২০-২৪ লক্ষ টাকা বার্ষিক আয়ে কর ২৫ শতাংশ এবং ২৪ লক্ষের বেশি আয়ে ৩০ শতাংশ কর দিতে হবে।
নির্মলা সীতারমণ বলেন, "সরকারি ও বেসরকারি সংস্থার কর্মীদের বছরে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে কর শূন্য রাখা হয়েছে।"
প্রসঙ্গত, এই নতুন কর কাঠামোতে আগে ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে করের হার শূন্য ছিল। ৩-৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে করের হার ছিল ৫ শতাংশ। ৭-১০ লক্ষ টাকা আয়ে করের হার ছিল ১০ শতাংশ। ১০-১২ লক্ষ টাকা আয়ে করের পরিমাণ ছিল ১৫ শতাংশ। ১২-১৫ লক্ষ টাকা আয়ে করের হার ছিল ২০ শতাংশ। ১৫ লক্ষ টাকার বেশি আয়ে করের পরিমাণ ছিল ৩০ শতাংশ।
এই কর ছাড় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স মাধ্যমে লেখেন, "মধ্যবিত্তরা সর্বদা প্রধানমন্ত্রী মোদীর হৃদয়ে থাকেন। ১২ লক্ষ টাকা আয় পর্যন্ত শূন্য আয়কর। প্রস্তাবিত কর ছাড় মধ্যবিত্ত শ্রেণীর আর্থিক বৃদ্ধিতে অনেক সাহায্য করবে"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন