
শনিবার সংসদে তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেখানেই তিনি জানান, আগামী সপ্তাহেই সংসদে নতুন আয়কর বিল পেশ করা হবে। আয়করের নতুন আইন তৈরি হলে করদাতারা যথেষ্ট সুরাহা পাবেন বলে দাবি করেছেন তিনি।
দেশে বর্তমানে আয়করের ক্ষেত্রে দুটো কাঠামো চালু আছে, একটি নতুন এবং অন্যটি পুরনো। এ দিন বাজেট বক্তৃতায় নতুন কর কাঠামোয় করের নয়া স্ল্যাব ঘোষণা করেন নির্মলা সীতারমন। তবে পুরনো কর কাঠামো নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কিছু বলেননি।
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষিত নতুন কাঠামো অনুযায়ী বার্ষিক ৪ লক্ষ টাকা পর্যন্ত করের হার শূন্য। ৪-৮ লক্ষ টাকা বার্ষিক আয়ে ৫ শতাংশ কর দিতে হবে। ৮-১২ লক্ষ টাকা দায়ে কর দিতে হবে ১০ শতাংশ। ১২-১৬ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১৫ শতাংশ কর প্রদান করতে হবে। ১৬-২০ লক্ষ টাকা বার্ষিক আয়ে করের হার ২০ শতাংশ। ২০-২৪ লক্ষ টাকা বার্ষিক আয়ে কর ২৫ শতাংশ এবং ২৪ লক্ষের বেশি আয়ে ৩০ শতাংশ কর দিতে হবে।
পাশাপাশি আয়করে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে। এছাড়া তিনি বলেন, TCS-TDS আরও সরলীকরণ করা হবে। নতুন আয়কর বিলে নিয়মগুলি সহজে লেখা থাকবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন