Budget 2025: আগামী সপ্তাহেই নয়া আয়কর বিল পেশ সংসদে! নতুন আইন হলে করদাতাদের সুরাহা হবে, দাবি নির্মলার

People's Reporter: কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষিত আয়কর কাঠামো অনুযায়ী বার্ষিক ৪ লক্ষ টাকা পর্যন্ত করের হার শূন্য। ৪-৮ লক্ষ টাকা বার্ষিক আয়ে ৫ শতাংশ কর দিতে হবে।
বাজেট পেশের আগের মুহূর্ত
বাজেট পেশের আগের মুহূর্তছবি - নির্মলা সীতারমণের এক্স মাধ্যম
Published on

শনিবার সংসদে তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেখানেই তিনি জানান, আগামী সপ্তাহেই সংসদে নতুন আয়কর বিল পেশ করা হবে। আয়করের নতুন আইন তৈরি হলে করদাতারা যথেষ্ট সুরাহা পাবেন বলে দাবি করেছেন তিনি।

দেশে বর্তমানে আয়করের ক্ষেত্রে দুটো কাঠামো চালু আছে, একটি নতুন এবং অন্যটি পুরনো। এ দিন বাজেট বক্তৃতায় নতুন কর কাঠামোয় করের নয়া স্ল্যাব ঘোষণা করেন নির্মলা সীতারমন। তবে পুরনো কর কাঠামো নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কিছু বলেননি।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষিত নতুন কাঠামো অনুযায়ী বার্ষিক ৪ লক্ষ টাকা পর্যন্ত করের হার শূন্য। ৪-৮ লক্ষ টাকা বার্ষিক আয়ে ৫ শতাংশ কর দিতে হবে। ৮-১২ লক্ষ টাকা দায়ে কর দিতে হবে ১০ শতাংশ। ১২-১৬ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১৫ শতাংশ কর প্রদান করতে হবে। ১৬-২০ লক্ষ টাকা বার্ষিক আয়ে করের হার ২০ শতাংশ। ২০-২৪ লক্ষ টাকা বার্ষিক আয়ে কর ২৫ শতাংশ এবং ২৪ লক্ষের বেশি আয়ে ৩০ শতাংশ কর দিতে হবে।

পাশাপাশি আয়করে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে। এছাড়া তিনি বলেন, TCS-TDS আরও সরলীকরণ করা হবে। নতুন আয়কর বিলে নিয়মগুলি সহজে লেখা থাকবে।

বাজেট পেশের আগের মুহূর্ত
Union Budget 2025: বাজেটে নারীদের বিশেষ গুরুত্ব, লাভবান হবেন যুবকরাও! আর কী জানালেন প্রধানমন্ত্রী?
বাজেট পেশের আগের মুহূর্ত
Union Budget 2025-26: ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে লাগবে না কোনও কর, ঘোষণা অর্থমন্ত্রীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in