বাজেট পেশ করছেন নির্মলা সীতারমন
বাজেট পেশ করছেন নির্মলা সীতারমনছবি সৌজন্যে সংসদ টিভি

Union Budget 2025-26: ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে লাগবে না কোনও কর, ঘোষণা অর্থমন্ত্রীর

People's Reporter: সংসদে বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই নিয়ে টানা অষ্টম বারের জন্য বাজেট বক্তৃতা করছেন তিনি।

বাজেটে বিহারকে বিশেষ গুরুত্ব

আসন্ন বিধানসভা ভোটের কথা মাথায় রেখে বাজেটে বিহারের জন্য একের পর এক ঘোষণা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি তৈরি হবে বিহারে। পটনা বিমানবন্দর সম্প্রসারণ করা হবে। এর জন্য পৃথক বরাদ্দের ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এছাড়া বিহারে তিনটি নতুন বিমানবন্দর তৈরি করা হবে। পাটনা IIT-ও সম্প্রসারণ করার কথা বললেন অর্থমন্ত্রী। বিহারে একটি মাখানা বোর্ড গঠনেরও ঘোষণা করেছেন তিনি।

১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর লাগবে না

নতুন আয়কর কাঠামোয় ১২ লক্ষ পর্যন্ত আয় কর মুক্ত, জানালেন অর্থমন্ত্রী। অর্থাৎ বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। এই ঘোষণার ফলে অনেকটাই স্বস্তিতে মধ্যবিত্তরা। নির্মলা বলেন, ‘‘মধ্যবিত্তদের উপর ভরসা রাখছে সরকার। আর তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ 

তফসিলি জাতি-উপজাতি মহিলা উদ্যোগপতিদের জন্য দু’কোটি টাকা পর্যন্ত ঋণ

পাঁচ লক্ষ তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিভুক্ত মহিলা উদ্যোগপতিরা দু’কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন।

২০২৫ অর্থবর্ষে রাজস্ব ঘাটতি ৪.৮ শতাংশ

২০২৫ অর্থবর্ষে রাজস্ব ঘাটতি হয়েছে ৪.৮ শতাংশ। জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

স্টার্টআপ তহবিলে আরও ১০ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা

দেশে নতুন ১২০টি বিমানবন্দর তৈরি হবে

৫০টি পর্যটনকেন্দ্রকে ঢেলে সাজানো হবে

বাজেটে ৫০টি পর্যটনকেন্দ্রকে ঢেলে সাজানোর ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

গিগ কর্মীদের জন্য বড় ঘোষণা বাজেটে

ই-শ্রম পোর্টালে দেশের ১ কোটি গিগ কর্মীদের রেজিস্ট্রেশন করানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তাঁদের সকলকে সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে স্বাস্থ্যবিমা দেওয়া হবে এই কর্মীদের।

আগামী সপ্তাহে নতুন আয়কর বিল

আগামী সপ্তাহে সংসদে নতুন আয়কর বিল পেশ করা হবে বলে জানালেন অর্থমন্ত্রী। নতুন আইন তৈরি হলে করদাতারা যথেষ্ট সুরাহা পাবেন বলে দাবি করেছেন তিনি।

সমস্ত জেলা হাসপাতালে ক্যানসার সেন্টার তৈরি হবে

সমস্ত জেলা হাসপাতালে ক্যানসার সেন্টার তৈরি করা হবে। আগামী ৩ বছরেই ২ হাজার ক্যানসার সেন্টার তৈরি হবে।

মেডিক্যাল কলেজগুলিতে আসনসংখ্যা বাড়ানো হবে

মেডিক্যাল কলেজগুলিতে আগামী পাঁচ বছরে ৭৫ হাজার আসন সংখ্যা বাড়ানো হবে। এর মধ্যে আগামী বছরই বাড়ানো হবে ১০ হাজার আসন। ঘোষণা অর্থমন্ত্রীর।

৩৬টি ক্যানসারের ওষুধে পুরোপুরি শুল্ক প্রত্যাহার

৩৬টি ক্যানসারের ওষুধে পুরোপুরি শুল্ক প্রত্যাহার করবে কেন্দ্র। বাজেটে জানালেন সীতারমন। এছাড়া সমস্ত জীবনদায়ী ওষুধে ৫% শুল্ক প্রত্যাহার করা হবে। 

৫টি নতুন আইআইটি হবে

দেশে ৫টি নতুন আইআইটি হবে। আইআইটি-তে সাড়ে ৬ হাজার আসন বাড়ানো হবে।

কিসান ক্রেডিট কার্ডে ঋণ নেওয়ার পরিমাণ বৃদ্ধি

কিসান ক্রেডিট কার্ডে ঋণ নেওয়ার পরিমাণ ৩ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ করা হবে বলে জানালেন অর্থমন্ত্রী।

মহিলাদের জন্য বিশেষ পুষ্টি প্রকল্পের ঘোষণা

আট কোটি মহিলা, এক কোটি সদ্য মা হওয়া মহিলা এবং ১৮ লক্ষ পড়ুয়াদের জন্য বিশেষ পুষ্টি প্রকল্পের ঘোষণা করলেন নির্মলা।

বাজেটে মহিলা ও মধ্যবিত্তদের গুরুত্ব দেওয়া হবে: নির্মলা সীতারমন

বাজেটে মহিলা ও মধ্যবিত্তদের গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেন, ৭০ শতাংশ মহিলা যাতে আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন, সে দিকে নজর দেওয়া হবে। বিদ্যুৎ, কৃষি এবং ক্ষুদ্রশিল্প-সহ ছ’টি ক্ষেত্রে সংস্কার করা হবে। 

বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

সংসদে বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই নিয়ে টানা অষ্টম বারের জন্য বাজেট বক্তৃতা করছেন তিনি। নরেন্দ্র মোদী তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে দ্বিতীয় বার পূর্ণাঙ্গ বাজেট পেশ করছে তাঁর সরকার। বাজেট পেশের আগে প্রথামতো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in