
আগামীকাল অর্থাৎ ১ ফেব্রুয়ারি তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগে দেবী লক্ষ্মীকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বাজেট পেশের আগে নিয়মানুযায়ী বক্তব্য রাখলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের বক্তব্যের শুরুতেই দেবী লক্ষ্মীকে স্মরণ করলেন। তিনি বলেন, "মা লক্ষ্মী আমাদের সিদ্ধি , বুদ্ধি, সমৃদ্ধি, কল্যাণ দান করুক। আমি প্রার্থনা করি দেশের গরিব মানুষ ও মধ্যবিত্তের উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা বর্ষিত হোক"।
পাশাপাশি তিনি বলেন, বিকশিত ভারতের কথা ভেবেই এই বাজেট পরিকল্পনা করা হয়েছে। এবার বাজেটে বিশেষ ভাবে নারীশক্তির পুনঃপ্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেওয়া হবে। নারীদের সমানাধিকারে গুরুত্ব দেওয়া হয়েছে। এই বাজেট ভারতকে আরও শক্তিশালী করবে।
প্রধানমন্ত্রীর কথায় যুবসমাজের কথাও ভাবা হয়েছে এই বাজেটে। তিনি বলেন, ২৪-২৫ বছর বয়সী যুবকদের গুরুত্ব দেওয়া হয়েছে। যার জেরে তারা ৪০-৪৫ বছর বয়সে বেশ লাভবান হবেন।
এই ভাষণ থেকেও বিরোধীদের আক্রমণ করতে ভুললেন না প্রধানমন্ত্রী। তিনি বলেন, ২০১৪ সাল থেকে প্রতিটি অধিবেশনের শুরুতে বিদেশি বিষয় নিয়ে বাধার সৃষ্টি করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে আলোচনায় ব্যাঘাত ঘটানো হয় ৷ তবে ২০১৪ সালের পর এই প্রথম নির্বিঘ্নে শুরু হচ্ছে সংসদের অধিবেশন৷"
যদিও এই বাজেট নিয়ে সাধারণ মানুষের জন্য কোনও আশার আলোই দেখতে পাচ্ছেন না বিরোধীরা। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, অধিবেশনে আলোচনা করতে পছন্দ করেন না প্রধানমন্ত্রী নিজেই। তাই জন্যই সমস্যার সৃষ্টি হয়। তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি বলেন, "বাজেট নিয়ে কোনো আশা নেই। এই সরকার কেবল উদ্যোগপতিদের জন্য বাজেট তৈরি করে। গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষদের জন্য কিছুই থাকে না। মোদী সরকারের বাজেটে ধনী আরও ধনী হয় আর গরিব আরও গরিব হয়"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন