
রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এই নিয়ে একটানা অষ্টম বার তিনি কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন। এর আগে দেশের কোনও অর্থমন্ত্রী একটানা আটবার বাজেট পেশ করেননি। আগামী ১ ফেব্রুয়ারি অষ্টমবারের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামণ। এর আগে একটি মধ্যবর্তী বাজেট সহ তিনি একটানা ৭টি বাজেট পেশ করেছেন।
নির্মলা সীতারামণের আগে বাজেট পেশের রেকর্ড রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী মোরারজী দেশাইয়ের। তিনি বিভিন্ন সরকারের সময়কালে অর্থমন্ত্রী হিসেবে ১০ বার বাজেট পেশ করেছেন। যার মধ্যে ১৯৫৯ থেকে ১৯৬৪ পর্যন্ত তিনি একটানা ৬ বার বাজেট পেশ করেন এবং পরবর্তী সময়ে ১৯৬৭ থেকে ১৯৬৯ পর্যন্ত ৪ বার বাজেট পেশ করেন।
মোরারজী দেশাই ছাড়া প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম এবং প্রাক্তন রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বিভিন্ন প্রধানমন্ত্রীর অধীনে বাজেট পেশ করেছেন যথাক্রমে ৯ বার ও ৮ বার।
১৯৪৭ থেকে এখনও পর্যন্ত অন্তর্বর্তী ও পূর্ণাঙ্গ বাজেট মিলিয়ে দেশে মোট ৮৮টি কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে। নির্মলা সীতারামণ সহ মোট ২৫ জন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই বাজেট পেশ করেছেন।
এক নজরে বাজেট সংক্রান্ত কিছু তথ্য –
আর কে সন্মুগম চেট্টি
স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করেন তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আর কে সম্মুগম চেট্টি। ১৯৪৭ সালের ২৬ নভেম্বর তিনি স্বাধীন দেশের প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করেন।
মোরারজী দেশাই
প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজী দেশাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে মোট ১০বার বাজেট পেশ করেছেন। যার মধ্যে প্রথম দফায় তিনি ছিলেন জওহরলাল নেহেরু সরকারের অর্থমন্ত্রী এবং পরবর্তী সময়ে ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী সরকারের অর্থমন্ত্রী। ১৯৫৯ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি প্রথমবার বাজেট পেশ করেন। এরপর একটানা দু’বছর বাজেট পেশ করার পর ১৯৬২ সালে তিনি অন্তর্বর্তী বাজেট পেশ করেন। এর পরবর্তী দু’বছরে তিনি আবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। এরপর ১৯৬৭ সালে তিনি একটি অন্তর্বর্তী বাজেট পেশ করেন এবং ১৯৬৭ থেকে ১৯৬৯ পর্যন্ত একটানা ৩টি পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন।
পি চিদাম্বরম
মোট ৯ বার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। ১৯৯৬ সালের ১৯ মার্চ এইচ ডি দেবেগৌড়ার মন্ত্রীসভার অর্থমন্ত্রী হিসেবে তিনি প্রথমবার কেন্দ্রীয় বাজেট পেশ করেন। পরবর্তী বছরেও তিনিই বাজেট পেশ করেন। ২০০৪ সালে ইউপিএ-১ সরকারের অর্থমন্ত্রী হিসেবে তিনি একটানা ৫ বার কেন্দ্রীয় বাজেট পেশ করেন। এরপর ২০১৩ এবং ২০১৪ সালে অর্থমন্ত্রী পদে ফিরে এসে তিনি ২ বার কেন্দ্রীয় বাজেট পেশ করেন।
প্রণব মুখোপাধ্যায়
কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে ৮ বার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন প্রণব মুখোপাধ্যায়। যার মধ্যে প্রথম দফায় ১৯৮২ থেকে ১৯৮৪ – একটানা ৩ বার তিনি কেন্দ্রীয় বাজেট পেশ করেন। এরপর ফেব্রুয়ারি ২০০৯ থেকে মার্চ ২০১২ পর্যন্ত তিনি ৫ বার কেন্দ্রীয় বাজেট পেশ করেন।
ডঃ মনমোহন সিং
প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং একটানা ৫ বার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। পি ভি নরসিংহ রাও সরকারের অর্থমন্ত্রী হিসেবে তিনি ১৯৯১ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত টানা ৫ বার বাজেট পেশ করেছিলেন।
দীর্ঘ বাজেট বক্তৃতা
এযাবৎ কালে দীর্ঘতম বাজেট বক্তৃতা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি তিনি ২ ঘণ্টা ৪০ মিনিট ধরে বাজেট বক্তৃতা দেন। বাজেট বক্তৃতা তিনি যখন শেষ করেন তখনও ভাষণের দুটি পৃষ্ঠা পড়া বাকি ছিল
নির্মলা সীতারামনের আগে, দীর্ঘতম বাজেট বক্তৃতা দিয়েছিলেন ২০০৩ সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিং। তিনি ২ ঘন্টা ১৩ মিনিটের দীর্ঘ বক্তৃতা দিয়েছিলেন। ২০১৪ সালের ২ ঘণ্টা ১০ মিনিটের বাজেট বক্তৃতা দেন তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
সংক্ষিপ্ততম বাজেট বক্তৃতা
১৯৭৭ সালে কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন হীরুভাই মুলজীভাই প্যাটেল। তিনি মাত্র ৮০০ শব্দে তাঁর অন্তর্বর্তী বাজেট বক্তৃতা শেষ করেন।
বাজেট পেশের সময়
স্বাধীনতার সময় থেকে কেন্দ্রীয় বাজেট পেশ হত বিকেল ৫ টায়। মূলত ব্রিটিশ সময়ের হিসেব ধরেই আগে বাজেট পেশ হত। যাতে লন্ডনেও সেইসময় দিন থাকে। যদিও পরবর্তী সময়ে ১৯৯৯ সাল থেকে এই সময় পরিবর্তন করা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সরকারের অর্থমন্ত্রী যশবন্ত সিনহা বিকেল ৫টার পরিবর্তে সকাল ১১টায় বাজেট পেশ শুরু করেন।
বাজেট পেশের তারিখ
২০১৭ সালের আগে পর্যন্ত বাজেট পেশ ফেব্রুয়ারি মাসের শেষ দিনে বাজেট পেশ করার রীতি ছিল। ২০১৭ সাল থেকে তা বদল করে ১ ফেব্রুয়ারি করা হয়। যাতে পরবর্তী আর্থিক বছর শুরুর আগে আলোচনার সাপেক্ষে বাজেটে সংসদের অনুমোদন পাওয়া যায়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন