'অগণতান্ত্রিক সিদ্ধান্ত', নির্বাচন কমিশন ভেঙে দেওয়ার দাবি উদ্ধব ঠাকরের

সোমবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘টাকা-ক্ষমতার জোরে এ ধরনের অগণতান্ত্রিক সিদ্ধান্ত নেওয়া যায় না। এটি একটি অসাংবিধানিক রায়। আমরা দাবি করছি, ইসিআই ভেঙে দিতে হবে।
সমর্থকদের মাঝে উদ্ধব ঠাকরে
সমর্থকদের মাঝে উদ্ধব ঠাকরেফাইল ছবি শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর ট্যুইটার হ্যান্ডেল

আবার গর্জে উঠলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। ভারতের নির্বাচন কমিশন (ECI)-কে ভেঙে দেওয়ার দাবি তুলেছেন তিনি।

সোমবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘টাকা-ক্ষমতার জোরে এ ধরনের অগণতান্ত্রিক সিদ্ধান্ত নেওয়া যায় না। এটি একটি অসাংবিধানিক রায়। আমরা দাবি করছি, ইসিআই ভেঙে দিতে হবে। নির্বাচনের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনার নিয়োগ করতে হবে। আর, যতক্ষণ না তা হচ্ছে, এই কাজ পরিচালনা করুক সুপ্রিম কোর্ট।’

নির্বাচন কমিশনের 'পক্ষপাতমূলক আচরণ' নিয়ে তিনি সরব হয়েছিলেন আগেই। এ বার নির্বাচন কমিশনের কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুললেন ঠাকরে।

জানা যাচ্ছে, একনাথ সিন্ধে গোষ্ঠীকে শিবসেনার নাম ও প্রতীক ব্যবহারের যে অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন, তাকে চ্যলেঞ্জ জানিয়ে সোমবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে উদ্ধব ঠাকরে গোষ্ঠী।

তবে, জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। উদ্ধব গোষ্ঠীর আইনজীবীকে তিনি বলেন, 'দুঃখিত, আপনাকে মেনশনিং লিস্টে (আজকে যে যে মামলা উত্থাপিত হবে, তার তালিকা) থাকতে হবে। আপনারা কালকে আসুন।'  

এদিকে উদ্ধব ঠাকরে অভিযোগ করেন, ‘এটি বিজেপির একটি কৌশল। শিবসেনাকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য বিজেপির সঙ্গে চুক্তি করে এটি করেছে একনাথ সিন্ধে।’

গতকালই, শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) সাংসদ সঞ্জয় রাউথ (MP Sanjay Raut) দাবি করেন, দু’হাজার কোটি টাকার বিনিময়ে আসল ‘শিবসেনা’ নাম এবং ‘তীর-ধনুক’ প্রতীক চিহ্ন হাত বদল করা হয়েছে।

এক ট্যুইট বার্তায় তিনি বলেন, ‘আমি নির্ভরযোগ্য তথ্য পেয়েছি... আমি আত্মবিশ্বাসী... এটি শুধুমাত্র একটি প্রাথমিক পরিসংখ্যান এবং এটি ১০০ শতাংশ সঠিক।’

অন্য এক ট্যুইটে রাউথ বলেন, ‘দেশের ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন। শীঘ্রই এই বিষয়ে আরও অনেক তথ্য প্রকাশ করা হবে।’

আরও পড়ুন

সমর্থকদের মাঝে উদ্ধব ঠাকরে
Shiv Sena: দু'হাজার কোটির বিনিময়ে শিবসেনার নাম ও প্রতীক হাত বদল - চাঞ্চল্যকর অভিযোগ সঞ্জয় রাউথের
সমর্থকদের মাঝে উদ্ধব ঠাকরে
Shiv Sena: 'তীর ধনুক' প্রতীক হারিয়ে এবার সুপ্রিম কোর্টের পথে উদ্ধব ঠাকরে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in