Shiv Sena: 'তীর ধনুক' প্রতীক হারিয়ে এবার সুপ্রিম কোর্টের পথে উদ্ধব ঠাকরে

'ওরা (একনাথ সিন্ধে গোষ্ঠী) শিবসেনার প্রতীক চুরি করে নিয়েছে। তবে আমরাও হার মানব না, আশা ছাড়ব না এবং লড়াই জারি রাখব। আপাতত যা চুরি করেছে, তা নিয়েই খুশি থাক সিন্ধে।' - উদ্ধব ঠাকরে
উদ্ধব ঠাকরে
উদ্ধব ঠাকরেগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

একনাথ সিন্ধে গোষ্ঠীকে শিবসেনার নাম ও প্রতীক ব্যবহারের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। আর, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সূত্রের খবর, আগামীকাল শীর্ষ আদালতের দারস্থ হতে চলেছেন বালাসাহেব ঠাকরে পুত্র উদ্ধব ঠাকরে।

গতকালই, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন উদ্ধব ঠাকরে। সিন্ধে গোষ্ঠীকে 'বিশ্বাসঘাতক' তকমা দিয়ে বলেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, 'ওরা (একনাথ সিন্ধে গোষ্ঠী) শিবসেনার প্রতীক চুরি করে নিয়েছে। তবে আমরাও হার মানব না, আশা ছাড়ব না এবং লড়াই জারি রাখব। আপাতত যা চুরি করেছে, তা নিয়েই খুশি থাক সিন্ধে। মনে রাখবেন, একবার যে বিশ্বাসঘাতকতা করে, সে সর্বদা বিশ্বাসঘাতকই রয়ে যায়।'

কেন্দ্রের মোদী সরকার ও নির্বাচন কমিশনকেও একহাত নিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরং এ বার দেশে একনায়ক তন্ত্র ঘোষণা করুন। কারণ দেশে গণতন্ত্রের কণামাত্র অবশিষ্ট নেই।'

একইসঙ্গে, ঠাকরে বলেন, 'আমি নির্বাচন কমিশনকে অপেক্ষা করতে বলেছিলাম যেহেতু সুপ্রিম কোর্টে শুনানি চলছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। ভবিষ্যতে, যে কেউ বিধায়ক বা সাংসদ কিনে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হতে পারে।'

নির্বাচন কমিশনকে সরাসরি আক্রমণ করে উদ্ধব বলেন, 'কমিশন পুরো বিষয়বস্তুটাকেই একটি স্বস্তা মজায় পরিণত করল। ওরা আমাদের কাছে নথি চাইল। সমর্থনের প্রামাণ্য তথ্য চাইল। আমরা সেই সব কিছুই দিয়েছিলাম। কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্তে স্পষ্ট, তারা কী করবে, তা আগে থেকেই ঠিক করা ছিল। নির্বাচন কমিশন যা করেছে তা আদতে গোবর ভক্ষণের সমান। তবে কমিশন যখন ঠিকই করেছিল তাদের গোবর চাই, তাহলে এই স্বস্তা নাটক কেন করল?'

জানা যাচ্ছে, গত বছর যে সকল শিবসেনা বিধায়ক বিদ্রোহ করেছিল, তাদের মধ্যে ১৬ জন বিধায়ককে অযোগ্য ঘোষণা করার জন্য শীর্ষ আদালতের দারস্ত হয়েছিলেন উদ্ধব ঠাকরে। সে বিষয়ে এখনও রায় দেয়নি সুপ্রিম কোর্ট।

তারই মাঝে, একনাথ সিন্ধে গোষ্ঠীকে শিবসেনার নাম ও প্রতীক ব্যবহারের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে উদ্ধব ঠাকরে।

সূত্রের খবর, দলের নাম ও প্রতীক হারানোর পর পরবর্তী পদক্ষেপ ঠিক করার জন্য, আজ 'মাতোশ্রী'-তে (তাঁর নিজের বাড়িতে) দলীয় নেতা-কর্মীদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

উদ্ধব ঠাকরে
হিন্ডেনবার্গ কাণ্ডের মাঝেই BJP সরকারের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদে আদানি-পুত্র, নিন্দায় সরব শিবসেনা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in