
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। নিরাপত্তা পরিষদ ১৫ সদস্যের সমর্থনে এক প্রেস বিবৃতিতে পহেলগাঁও হামলার তীব্র ভাষায় নিন্দা জানায়।
প্রেস বিবৃতিতে বলা হয়, "নিরাপত্তা পরিষদের সদস্যরা এই নিন্দনীয় সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অপরাধী, সংগঠক, অর্থায়নকারী এবং পৃষ্ঠপোষকদের জবাবদিহি করার এবং বিচারের আওতায় আনার ওপর জোর দিয়েছেন।" সদস্যরা আরও বলেন, আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাব অনুসারে সকল রাষ্ট্রের উচিত অপরাধীদের বিচারে সহায়তা করা।
ফ্রান্সের স্থায়ী প্রতিনিধি ও এপ্রিল মাসের নিরাপত্তা পরিষদের সভাপতি জেরোম বোনাফন্ট প্রেস বিবৃতিটি প্রকাশ করেন। জানা গেছে, যুক্তরাষ্ট্র খসড়া বিবৃতি প্রস্তুত করে যা পরে সদস্য রাষ্ট্রগুলোর আলোচনায় গৃহীত হয়। উল্লেখ্য, পাকিস্তান বর্তমানে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য।
প্রেস বিবৃতিতে নিহতদের পরিবার, ভারত সরকার ও নেপাল সরকারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
নিরাপত্তা পরিষদ আবারও স্মরণ করিয়ে দেয় যে, সকল ধরণের সন্ত্রাসবাদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। তারা জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক মানবাধিকার আইন, শরণার্থী আইন ও মানবিক আইন অনুযায়ী সন্ত্রাস মোকাবিলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে।
অন্যদিকে, রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক শুক্রবার বলেন, "আমরা অত্যন্ত উদ্বেগের সাথে ভারত-পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং জম্মু ও কাশ্মীরে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।"
ডুজারিক আরও জানান, মহাসচিব গুতেরেস বর্তমানে রোমে আছেন। নিউইয়র্কে ফিরে আসার পর ভারত ও পাকিস্তানের নেতাদের আলোচনার পরিকল্পনা রয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন